শ্রীলঙ্কার সঙ্গে দ্বৈরথ নয় ম্যাচ জেতায় নজর সাকিবের 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ২১:২৫

শেয়ার

শ্রীলঙ্কার সঙ্গে দ্বৈরথ নয় ম্যাচ জেতায় নজর সাকিবের 
টাইগার পেসার তানজিম হাসান সাকিব। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। তবে আসল লড়াইটা অপেক্ষা করছে আগামীকাল (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ, যেটি সুপার ফোরে যাওয়ার পথে নির্ণায়ক হতে পারে। তাই এই ম্যাচের আগে দলের মনোভাব স্পষ্ট করে দিলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

 

তানজিম সাকিব শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসে দ্বৈরথের চেয়ে জয়ের গুরুত্বকেই বড় করে দেখলেন। সাকিবের ভাষায় “দ্বৈরথ তো থাকবেই। কিন্তু আমি এসব নিয়ে ভাবি না। টুর্নামেন্টে যেই দলের বিরুদ্ধেই খেলি না কেন, আসল বিষয় হলো জয়। সেটা শ্রীলঙ্কা হোক, আফগানিস্তান কিংবা ভারত-পাকিস্তান, লক্ষ্য সব সময় একটাই, জেতা।”

 

সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার অভিজ্ঞতাকে বাড়তি শক্তি হিসেবে দেখছেন সাকিব। তিনি বলেন, “এশিয়া কাপের আগে আমরা ওদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ফরম্যাটেই খেলেছি। তাদের খেলোয়াড়দের আমরা ভালোভাবেই চিনি। অবশ্যই কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার আছে তাদের দলে, তবে আমরা পরিকল্পনা করে নামব এবং আটকানোর চেষ্টা করব।”

 

বাংলাদেশ দল শুরু থেকেই বলে আসছে নেট রান রেট নয়, জয়ই তাদের মূল লক্ষ্য। সাকিবও একই সুরে বললেন, “আমাদের অ্যাপ্রোচ একেবারেই স্পষ্ট, জেতার জন্য মাঠে নামব। শ্রীলঙ্কার সঙ্গে আমরা সিরিজ জিতেছি, সেটি আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। এবারও আমরা সেরা ক্রিকেট খেলব, ইনশাআল্লাহ।”