‘মুখ আছে, যা খুশি বলুক’, অশ্বিনকে নিয়ে সাকিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৪৬

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫৯

শেয়ার

‘মুখ আছে, যা খুশি বলুক’, অশ্বিনকে নিয়ে সাকিব
তানজিম সাকিব ও রবীচন্দ্রন অশ্বিন। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আত্মবিশ্বাস আছে, তবে পথটা সহজ নয় এটা ভালোভাবেই জানেন ক্রিকেটাররা। বাইরে থেকে টিকা–টিপ্পনী আসছে নিয়মিত, কিন্তু তা দলে কোনো প্রভাব ফেলছে না।

 

ভারতের সাবেক তারকা রবীচন্দ্রন অশ্বিন সম্প্রতি বলেছেন, এশিয়া কাপে বাংলাদেশ নিয়ে বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না তিনি। তাঁর কথায় বোঝা গেছে, বাংলাদেশের ভালো করার সামর্থ্য নিয়েই সন্দেহ আছে অশ্বিনের। বিষয়টি সমর্থকদের বিরক্ত করলেও খেলোয়াড়রা এতে তেমন মাথা ঘামাচ্ছেন না।

 

হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় তানজিম হাসান সাকিবকে। শান্ত ভঙ্গিতে তিনি জবাব দেন, “আপনি কারও মুখ বন্ধ করতে পারবেন না। যার যা ইচ্ছা, সে তাই বলবে। কে কী বলল, তাতে কিছু যায় আসে না। আমরা এখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। আমাদের লক্ষ্য একটাই, সেরাটা খেলা।”

 

তানজিম, যিনি হংকংয়ের বিপক্ষে ২১ রানে ২ উইকেট নিয়েছেন, যোগ করেন, “বড় দল, ছোট দল এসব ভেবে লাভ নেই। আমরা লক্ষ্য নিয়েই মাঠে নামি।”

 

এশিয়া কাপে বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। এই প্রতিপক্ষকে ঘিরে সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা থাকলেও ক্রিকেটাররা আবেগে ভেসে যেতে চান না। তানজিম বলেন, “সমর্থকদের আবেগ থাকবে, সেটাই স্বাভাবিক। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের প্রক্রিয়ায় ফোকাস করতেই হবে। আবেগপ্রবণ হলে হবে না।”