শিরোনাম

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত।
তানজিম হাসান সাকিব এবং তাওহীদ হৃদয় দীর্ঘদিন ধরে একসঙ্গে ক্রিকেট খেলছেন। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই নিজেদের দক্ষতা দেখিয়ে জাতীয় দলে জায়গা তৈরি করেছেন এই দুই টাইগার।
সম্প্রতি হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে জয় লাভ করে। ম্যাচে তানজিম বল হাতে জোড়া উইকেট শিকার করেন। ব্যাট হাতে তাওহীদ ৩৬ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ম্যাচ শেষে তাওহীদ তানজিমের পাশাপাশি পুরো বোলিং ইউনিটের প্রশংসা করেন।
সংবাদ সম্মেলনে তাওহীদ বলেন, “দিন দিন সবাইকে উন্নতি করতে হবে। আমরা প্রতিদিন পরিশ্রম করছি। আমাদের পেসারদের ডেডিকেশন লেভেল খুবই উঁচু। তানজিম অ-১৯ থেকেই অত্যন্ত পরিশ্রমী। বিশ্বক্রিকেটে ডমিনেট করতে হলে শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও উন্নতি করতে হবে। ইনশাল্লাহ, আমরা আরও ভালো করব।”
দলের বোলিং সম্পর্কে তিনি আরও যোগ করেন, “সব দলই বড়। মাঠে গেলে আমরা প্রসেসে ফোকাস করি। আমাদের বোলিং বিশ্বমানের এবং সবাই অনেক অভিজ্ঞ। আশা করি সামনে আরও ভালো পারফর্ম করব।”
আরও পড়ুন: