শিরোনাম

ভারেতের সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক ও সাবেক কিউই ক্রিকেটার সাইমন ডুল। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। দলের জয়ের নায়ক অধিনায়ক লিটন দাস, খেলেছেন ৩৯ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাটিংই মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে লিটনের হাতে।
লিটনের এমন ইনিংসের পর প্রশংসা এসেছে সাবেক ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিক ও নিউজিল্যান্ডের সাবেক তারকা ধারাভাষ্যকার সাইমন ডুলের কণ্ঠেও।
হংকংয়ের করা ১৪৩ রানের জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার তামিম ও ইমন দ্রুত ফিরলেও তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে লিটন গড়েন ৯৫ রানের জুটি। একদিকে হৃদয় রান তুলছিলেন বল সমান হারে, অন্যদিকে লিটনের ব্যাট থেকে আসছিল দারুণ শট। স্ট্রাইক রেট ছিল ১৫২, যা পুরো ম্যাচের সেরা।
মুরালি কার্তিক ক্রিকবাজে বিশ্লেষণ করতে গিয়ে বলেন, “লিটনের ইনিংসটা ছিল অমূল্য। তার ব্যাটিং সবচেয়ে স্বচ্ছন্দ্য মনে হয়েছে। বাংলাদেশের তরুণ দলটাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে উদাহরণ তৈরি করেছে সে। ৯৫ রানের জুটিতে আসল পার্থক্য গড়ে দিয়েছে লিটনের ইনিংস।”
শুধু এই ম্যাচেই নয়, কার্তিক মনে করেন লিটনই হতে পারেন আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ভরসা। বিশেষ করে আফগানিস্তানের তিন ভিন্নধারার স্পিনারের বিপক্ষে লিটনের দক্ষতা হয়ে উঠতে পারে দলের জন্য নির্ণায়ক।
অন্যদিকে, নিউজিল্যান্ডের সাবেক তারকা সাইমন ডুলও মুগ্ধ লিটনের ব্যাটিং দেখে। তার মতে, আবুধাবির কঠিন আবহাওয়ায় অধিনায়ক হিসেবে সামনে থেকে দারুণ নেতৃত্ব দিয়েছেন লিটন।
ডুল বলেন, “অধিনায়কত্ব মানে সামনে থেকে পথ দেখানো। লিটন সেটা করেছে। শেষটা করতে চেয়েছিল, কিন্তু ক্লান্তির কারণে আউট হয়। তবুও তার ব্যাটিং ছিল দুর্দান্ত। হৃদয়ের সঙ্গে জুটি গড়ার সময় সিঙ্গেল-ডাবলসে রান তোলা, রানিং বিটুইন দ্য উইকেট, সবকিছুই নিখুঁত ছিল।” ডুল আরও যোগ করেন, “লিটনের স্ট্রাইক রেট ছিল সবার সেরা। ড্রেসিংরুমে গিয়ে ছেলেরা নিশ্চয় বলবে, এটাই খেলার সঠিক উপায়।”
আরও পড়ুন: