জয় দিয়ে এশিয়া কাপ শুরু করায় স্বস্তিতে লিটন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৫৫

শেয়ার

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করায় স্বস্তিতে লিটন
টাইগার কাপ্তান লিটন দাস। ছবি: সংগৃহীত।

আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে টাইগাররা দেখিয়েছে শৃঙ্খলিত বোলিং, সঠিক পরিকল্পনা আর বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের এক নিখুঁত সমন্বয়।

 

টস জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শুরু থেকেই হংকংকে চাপে ফেলে দেয় বোলাররা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে প্রতিপক্ষকে থামিয়ে দেওয়া হয় ১৪৩ রানে। তানজিম হাসান সাকিবের আগ্রাসী বোলিং আর রিশাদ হোসেনের স্পিনে ব্যাটিং করতে ভুগেছে হংকংয়ের ব্যাটাররা।

 

জবাবে রান তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী ছিল টাইগার ব্যাটাররা। ওপেনিংয়ে দুই দ্রুত উইকেট হারালেও দায়িত্ব তুলে নেন অধিনায়ক লিটন দাস। ৩৯ বলে সাজানো তাঁর ৫৯ রানের ইনিংস দলের জয় নিশ্চিত করে। তাঁকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়, যার সঙ্গে লিটনের ৯৫ রানের জুটি ম্যাচের গতিপথই পাল্টে দেয়। শেষ পর্যন্ত ১৪ বল হাতে রেখে এবং সাত উইকেট হাতে নিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

 

ম্যাচ শেষে স্বস্তি ঝরে পড়ে অধিনায়কের কণ্ঠে। ম্যাচসেরা লিটন দাস বলেন, “প্রথম ম্যাচ জিতে শুরু করাটা খুবই জরুরি ছিল। সাম্প্রতিক সময়ে আমরা ভালো ক্রিকেট খেলছি। তবে এশিয়া কাপে চাপটা সবসময় আলাদা। আজ আমরা পরিকল্পনামতো খেলেছি। গত কয়েক বছরে আমাদের পেস বিভাগ দারুণ উন্নতি করেছে। রিশাদকেও পেয়েছি, সে আজ অসাধারণ করেছে।”

 

মাঠ ও উইকেট নিয়েও মন্তব্য করেন লিটন, “হংকং ভালো ব্যাট করেছে। এখানে মাঠ অনেক বড়, তাই শুধু বড় শট খেললেই হতো না, এক-দুই রানেও ভরসা করতে হয়েছে।”

 

শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচের এই জয় নিঃসন্দেহে পরের লড়াইয়ে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে টাইগারদের।