“আমাদের যা করার সেটাই করব, বাকিটা আল্লাহর ওপর”

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৩৭

শেয়ার

“আমাদের যা করার সেটাই করব, বাকিটা আল্লাহর ওপর”
টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। হংকং চায়নাকে তারা হারিয়েছে বিশাল ৯৪ রানে। ফলে নেট রান রেটে অনেকটাই এগিয়ে গেছে রশিদ খানের দল। অন্যদিকে বাংলাদেশও প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারালেও রান রেটের কারণে পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে।

 

তবে ম্যাচ শেষে টাইগার শিবিরে নেই কোনো অস্বস্তি। দলের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় জানিয়েছেন, তাদের পরিকল্পনাই ছিল ফলাফল নিশ্চিত করা, রান রেট নয়। হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে বাংলাদেশকে খেলতে হয় ১৮তম ওভার পর্যন্ত। এ প্রসঙ্গে হৃদয় বলেন, “আমাদের লক্ষ্য ছিল ওদের যত দ্রুত সম্ভব অলআউট করা। কিন্তু ওরা ২০ ওভারই ব্যাট করেছে। ব্যাটাররাও সহজে রান তুলতে দেয়নি। তাই রান রেট বাড়ানোর সুযোগ পাইনি।”

 

তবে তিনি মনে করেন, রান রেট নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু নেই, “আমার কাছে মনে হয় না এটা এত বড় বিষয়। আমরা যদি আফগানিস্তান বা শ্রীলঙ্কাকে হারাই, তাহলে তো রান রেটের কোনো প্রভাব পড়বে না। আগে থেকেই বেশি হিসাব করলে নিজেদের ওপর চাপ তৈরি হয়। আমরা শুধু আমাদের প্রসেস মেনে খেলতে চাই। বাকিটা আল্লাহর হাতে।”

 

নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ সিরিজে টসে জিতেও আগে ব্যাটিংয়ের সাহস দেখাতে পারেনি বাংলাদেশ। একই সিদ্ধান্ত এশিয়া কাপের প্রথম ম্যাচেও। হংকংয়ের বিপক্ষে টসে জিতে অধিনায়ক লিটন দাস নেন বোলিংয়ের সিদ্ধান্ত।

 

হৃদয়ের ভাষায়, “এটা শুধু ক্যাপ্টেন বা কোচের সিদ্ধান্ত ছিল না, টিম প্ল্যানই ছিল। সবাই মিলে আমরা চেয়েছিলাম ওদের যত কমে সম্ভব অলআউট করে তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে। ঝুঁকি নিতে চাইনি। কারণ দিন শেষে ফলটাই আসল।”

 

বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এদের বিপক্ষেই নির্ধারিত হবে পরের রাউন্ডের সমীকরণ। তবে হৃদয়ের বিশ্বাস, এই দুই দলের যেকোনো একটিকে হারালেই সহজ হবে সুপার ফোরে যাওয়া।