বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৮

শেয়ার

বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস
হংকংয়ের বিপক্ষে ঝড়ো অর্ধশতক করার পথে লিটনের শট। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন লিটন দাস। ছোট ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন এই ডানহাতি ব্যাটার। দীর্ঘদিন ধরে মাহমুদউল্লাহ রিয়াদের দখলে থাকা রেকর্ড ভেঙে শীর্ষে উঠলেন লিটন।

আবুধাবিতে চলমান এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচের ১৬তম ওভারের প্রথম বলেই ইয়াসিম মুর্তজাকে ছক্কা হাঁকিয়ে মাহমুদউল্লাহকে টপকে যান লিটন। ওই ছক্কাটি ছিল তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ারের ৭৮তম। আর বলের পরেই চার মেরে পঞ্চাশ ছোঁয়ায় ইনিংসটিকে করেন আরও স্মরণীয়।

এত দিন পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন মাহমুদউল্লাহ। ১৪১ ম্যাচের ১৩০ ইনিংসে তাঁর ছক্কার সংখ্যা ছিল ৭৭। লিটন সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন মাত্র ১১১ ম্যাচ আর ১০৯ ইনিংসে।

লিটনের এই রেকর্ড কেবল সংখ্যার হিসেবে নয়, বরং তাঁর ধারাবাহিক উন্নতিরও প্রতিফলন। ক্যারিয়ারের শুরুতে শট সিলেকশন নিয়ে সমালোচিত হলেও ধীরে ধীরে লিমিটেড ওভারের ক্রিকেটে দলের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন তিনি।

বাংলাদেশ দলের হয়ে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার তালিকার শীর্ষ তিনে এখন আছেন লিটন দাস (৭৮), মাহমুদউল্লাহ (৭৭) এবং তামিম ইকবাল (৭৪)।

এই কীর্তির পর লিটনকে নিয়ে বাংলাদেশ সমর্থকদের প্রত্যাশা আরও বেড়েছে। বিশেষ করে বড় মঞ্চে তাঁর ব্যাট থেকে আসা ছক্কাগুলো ম্যাচের গতিপথই পাল্টে দিতে পারে।