আবুধাবির ধীরগতির উইকেটকে দুষলেন লিটন দাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৭

শেয়ার

আবুধাবির ধীরগতির উইকেটকে দুষলেন লিটন দাস
ম্যাচসেরার পুরস্কার হাতে টাইগার কাপ্তান লিটন দাস। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপের মঞ্চে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আবুধাবিতে হংকং চায়নাকে সাত উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলেছে লিটন দাসের দল। তবে ব্যাটিংয়ের সময় উইকেটকে সহজ মনে হয়নি অধিনায়কের কাছে।

 

উইকেটের ধীরগতিই তাঁকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, “উইকেটটা একটু ধীর ছিল। মাঝের ওভারগুলোতে আমাদের সতর্ক থাকতে হয়েছে। বড় মাঠের সুযোগ নিয়ে সিঙ্গেলস আর ডাবলস নিতে হয়েছে। প্রতি বলে মারাটা এখানে একেবারেই সহজ ছিল না।”

 

প্রথমে বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে হংকংকে ১৪৩ রানে আটকে দেয় বাংলাদেশ। তানজিম হাসান সাকিব ২১ রান খরচায় দুই উইকেট নিয়েছেন, করেছেন একটি মেডেনওভারও। লেগ–স্পিনার রিশাদ হোসেনও ঝলমলে ছিলেন, ৩১ রানে নেন দুই শিকার। ম্যাচ শেষে বোলিং বিভাগকে কৃতিত্ব দিয়ে লিটনের মন্তব্য, “গত কয়েক বছরে আমাদের পেস বিভাগ খুব ভালো করছে। আমরা শুধু একজন লেগ–স্পিনারের অপেক্ষায় ছিলাম, রিশাদ দারুণভাবে সেই ঘাটতি পূরণ করছে।”

 

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপ আসে, ৪৭ রানের মধ্যে দুই ওপেনার আউট। সেখান থেকে দলকে পথ দেখান লিটন দাস। খেলেন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস। অপর প্রান্তে তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ৩৫ রানে। দুজনের ৯৫ রানের জুটিতে সহজ হয় বাংলাদেশের জয়পথ। যদিও শেষ মুহূর্তে আর দুই রান দরকার থাকতেই বোল্ড হয়ে ফেরেন লিটন।

 

টানা তিন সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ এশিয়া কাপ খেলতে নেমেছে। প্রথম ম্যাচের জয় তাই লিটনের কাছে বড় স্বস্তি, “প্রথম ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা আগের সিরিজগুলোতে ভালো খেলেছি, কিন্তু এশিয়া কাপে চাপ সবসময় আলাদা রকমের হয়। আজ আমরা সেটা সামলে ভালো ক্রিকেট খেলেছি।”

 

আত্মবিশ্বাসের শুরুটা হয়ে গেছে। তবে সামনে শক্ত প্রতিপক্ষ। তাই লিটনের চোখে এখন একটাই পথ, চাপ সামলে খেলা ‘স্মার্ট ক্রিকেট’।