টস জিতে হংকংকে আগে ব্যাটিংয়ে পাঠালেন লিটন দাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ২০:১৫

আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৮

শেয়ার

টস জিতে হংকংকে আগে ব্যাটিংয়ে পাঠালেন লিটন দাস
টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন লিটন দাস। ছবি: সংগৃহীত

নিজেদের প্রথম ম্যাচে আজ (১১ সেপ্টেম্বর) হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান লিটন দাস। টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাসে ভরপুর লিটন দাসের দল। এশিয়া কাপ জেতার লক্ষ্য নিয়েই সংযুক্ত আরব আমিরাতে এসেছে বাংলাদেশ। তারকায় ঠাসা স্কোয়াড থেকে দুই স্পিনার ও তিন স্পিনার নিয়ে প্রথম ম্যাচে শক্তিশালী দল নিয়ে হংকংয়ের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ।

 

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আফগানিস্তানের কাছে ৯৪ রানে হেরে শুরুটা একেবারেই বাজে করেছে হংকং। আফগানরা এই জয়ে নিজেদের নেট রান রেটও অনেকটা এগিয়ে নিয়েছে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশও কি একইভাবে বড় ব্যবধানে জয়ের চেষ্টা করবে? সংবাদ সম্মেলনে অবশ্য এ প্রশ্নের জবাব দিয়েছেন সতর্ক ভঙ্গিতে টাইগার অধিনায়ক লিটন দাস।

 

লিটনের ভাষায়, “প্রথম লক্ষ্য ম্যাচ জেতা। নেট রান রেট মাথায় থাকতেই পারে, কিন্তু যদি প্রতিপক্ষ ভালো খেলে, তখন বড় ব্যবধানে জেতাটা কঠিন হয়ে যাবে। তাই ১০০ শতাংশ দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করব। পরিস্থিতি ভালো থাকলে অবশ্য চিন্তাধারা বদলাতেও পারে।”

 

আবুধাবির গরম আর ভেন্যু নিয়ে লিটন জানালেন, মাঠে খেলার অভিজ্ঞতা আগেই কিছুটা পাওয়া আছে, তাই তেমন সমস্যা দেখছেন না। “গরমটা সবার জন্যই সমান। তাই যতটা সম্ভব প্র্যাকটিস কমিয়ে এনার্জি ম্যাচে কাজে লাগাতে হবে,” বলেন তিনি।

 

ব্যাটিং অর্ডারের প্রসঙ্গ উঠলে টাইগার অধিনায়ক বলেন, সাম্প্রতিক সময়ে টপ অর্ডারই বেশি দায়িত্ব নিয়েছে, তাই মিডল অর্ডারের সামনে খুব একটা সুযোগ আসেনি। তবে তিনি বিশ্বাস করেন, প্রয়োজন হলে তারাও ঘুরে দাঁড়াবে।

 

টি-টোয়েন্টিতে ছক্কার দাপট বাড়লেও লিটনের দৃষ্টিতে শুধু পাওয়ার হিটিংই সমাধান নয়। “বড় ছয় মারাটা অবশ্যই প্লাস পয়েন্ট, কিন্তু পরিস্থিতি বোঝা আরও গুরুত্বপূর্ণ। শুধু ছয়ের দিকে না গিয়ে আমাদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে,” যোগ করেন তিনি।

 

সমর্থকদের বিষয়েও আশাবাদী লিটন। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ যেখানেই খেলে, সমর্থক থাকে। এবারও নিশ্চয়ই থাকবে। আমরা চাই তারা আসুক, উপভোগ করুক আর আমাদের সাপোর্ট করুক।”

 

ডেথ বোলিং নিয়েও আত্মবিশ্বাসী অধিনায়ক। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবকে নিয়ে তিনি বলেন, “সবাই ভালো অবস্থায় আছে। ম্যাচ পরিস্থিতিতে পড়লে আসল পরীক্ষা হবে, তবে প্রস্তুতি অনুযায়ী আমরা ভালো জায়গায় আছি।”

 

শেষ পর্যন্ত লিটনের দৃষ্টি টুর্নামেন্টের বড় ছবিতেই। “এশিয়া কাপে আমাদের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। গ্রুপের অবস্থা এখন জটিল। পরের রাউন্ডে যেতে হলে প্রতিটি ম্যাচেই জিততে হবে”,  সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে জানালেন বাংলাদেশ অধিনায়ক। এখন মাঠের খেলায় দেখা যাবে কি করেন লিটন-জাকের-তাসকিন-মুস্তাফিজরা। 

 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

 

হংকং একাদশ: জিশান আলি (উইকেটকিপার), অ্যানশি রাঠ, বাবর হায়াত,নিজাকাত খান, কালহান চাল্লু, কিনচিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আইজাজ খান, আয়ুষ শুক্লা, আতীক ইকবাল, এহসান খান।