শিরোনাম
.jpg)
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপ ২০২৫ সামনে রেখে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর মতে, এই ফরম্যাটে ব্যাটিং কিংবা বোলিংয়ে দলগুলোর মধ্যে বড় কোনো পার্থক্য থাকে না। তাই ম্যাচের ফল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে কিছু মৌলিক বিষয়—বিশেষ করে রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিং।
বুলবুল মনে করেন, ক্রিকেটাররা যদি দৌড়ে অতিরিক্ত ১৫ রান নিতে সক্ষম হন এবং ফিল্ডিংয়ে কমপক্ষে ১০ রান বাঁচাতে পারেন, তবে সেটিই হয়ে উঠতে পারে ম্যাচ জেতার মূল চাবিকাঠি। তাঁর ভাষায়, টি-টোয়েন্টিতে ছোটখাটো এই বিষয়গুলোই বড় ব্যবধান তৈরি করে দেয়।
সংবাদ সম্মেলনে বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি আরও বলেন, ভেন্যু যেহেতু সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান এখানে ঘরের মাঠের মতো পরিবেশ পাবে। কারণ দেশটির দল দীর্ঘদিন ধরেই ইউএইতে নিজেদের হোম সিরিজ খেলছে। তবে এই বাড়তি সুবিধা সত্ত্বেও বাংলাদেশ দল যে পিছিয়ে নেই, সেটি নিয়ে বুলবুলের দৃঢ় বিশ্বাস। তিনি মনে করেন, ক্রিকেটারদের সহজাত প্রতিভা ও দক্ষতা রয়েছে এবং তারা সর্বোচ্চটা দিতে পারলে ভালো কিছু করতেই পারবে।
এশিয়া কাপে বাংলাদেশ দলের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে বলেও মনে করেন তিনি। যদিও টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট, যেখানে কিছুই নিশ্চিত করে বলা যায় না, তবু তিনি দলের প্রতি নিজের গভীর আস্থা প্রকাশ করেছেন। তাঁর কথায়, বাংলাদেশ যদি নিজেদের সামর্থ্য কাজে লাগাতে পারে, তবে প্রত্যাশিত সাফল্য পাওয়া সম্ভব।
আরও পড়ুন: