টাইগারদের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৪১

আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৬

শেয়ার

টাইগারদের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ শুরু হয়েছে দুই দিন আগে। তবে বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে আজ, আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে লিটন দাসের দল কী রকম একাদশ নামাতে পারে, তা নিয়েই সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে।

 

ব্যাটিংয়ের সূচনায় থাকছেন তানজিদ হাসান আর পারভেজ হোসেন। চলতি বছর দুজন মিলে ছক্কা হাঁকিয়েছেন ৪৫টি। তানজিদ এগিয়ে আছেন ২৩ ছক্কায়, তার ঠিক পেছনেই পারভেজ ২২ ছক্কা। বলা যায়, দুজনের মধ্যে চলছে এক ধরনের নীরব প্রতিযোগিতা।

 

তিন নম্বরে স্বাভাবিকভাবেই থাকবেন অধিনায়ক লিটন দাস। দুর্দান্ত ফর্মে আছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন লিটন, নেদারল্যান্ডস সিরিজেও জেতেন সেরার পুরস্কার। চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪১৭ রান এসেছে তার ব্যাট থেকে ১৫ ম্যাচে ৩২ গড়ে, স্ট্রাইক রেট ১৩৫.৩৮। সঙ্গে আছে ১৯টি ছক্কা।

 

চারে ব্যাট করতে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে। টানা ১২ ইনিংসে ফিফটি না পেলেও সামর্থ্যের বিচারে দেশের অন্যতম ভরসার ব্যাটার তিনি। এ কারণে অলরাউন্ডার সাইফ হাসান সম্ভবত বাইরে থাকবেন।

 

মিডল অর্ডারে বাঁহাতি শামীম হোসেনের সঙ্গী হতে পারেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি। জাকেরের একাদশে থাকা প্রায় নিশ্চিত। বাঁহাতি শামীমও খেলবেন বলে ধারণা। ব্যাটিং, বোলিং আর দুর্দান্ত ফিল্ডিং সব মিলিয়ে তাকে পাওয়া বাড়তি সুবিধা।

 

সাত নম্বরে থাকবেন অলরাউন্ডার মেহেদী হাসান। তবে এখানে বাংলাদেশ কিছুটা পিছিয়ে। কারণ ব্যাট হাতে তার স্ট্রাইক রেট মাত্র ১০০.২৫, যা টি-টোয়েন্টির জন্য যথেষ্ট নয়।

 

বোলিং বিভাগে দুই স্পিনার আর তিন পেসার নিয়েই নামতে পারে বাংলাদেশ। মেহেদীর সঙ্গে আরেকজন স্পিনার হবেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি ব্যাট হাতেও অবদান রাখতে সক্ষম। পেস আক্রমণে থাকবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাদের সঙ্গী হিসেবে তানজিম হাসান এগিয়ে আছেন। ব্যাট হাতে কিছুটা অবদান রাখার ক্ষমতাও আছে তার। যদিও দলে আছেন শরীফুল ইসলাম ও অলরাউন্ডার সাইফউদ্দিন, তবে কন্ডিশন আর কৌশলের দিক বিবেচনায় তানজিমই সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।

 

সব মিলিয়ে, ব্যাটিং–বোলিংয়ের ভারসাম্য রাখতে বাংলাদেশ আজ যে একাদশ নামাবে, তাতে নতুন কিছু না হলেও থাকবে হিসেব–নিকেশের ছোঁয়া। আবুধাবির ব্যাটিং–সহায়ক উইকেটে কেমন শুরু হয় লিটনদের অভিযান, সেটিই এখন দেখার অপেক্ষা।

  

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

 

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন,  মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ।