বিসিবির অনাপত্তিপত্র চেয়েছেন তাইজুল-মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:১৪

শেয়ার

বিসিবির অনাপত্তিপত্র চেয়েছেন তাইজুল-মুস্তাফিজ
দুই টাইগার বোলার তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০–তে দল পেয়েছেন তিনি। বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নিলামে ডারবান সুপার জায়ান্টস ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‌্যান্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৯০ হাজার টাকা, কিনেছে এই স্পিনারকে।

 

বাংলাদেশ থেকে এসএ২০’র নিলামে অংশ নিয়েছিলেন ২৩ ক্রিকেটার। সেখান থেকে ১৪ জনের নাম ওঠে চূড়ান্ত তালিকায়। কিন্তু দল মেলেনি কারও, কেবল তাইজুল ছাড়া। মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হলেও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিব আল হাসান, লিটন দাসসহ অন্যদের নাম তোলাই হয়নি। ফলে বিপিএলের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এটাই হতে যাচ্ছে তাইজুলের প্রথম অভিজ্ঞতা।

 

অন্যদিকে, মুস্তাফিজুর রহমান ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি–টোয়েন্টিতে। আইপিএলের দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই পেসারকে নিয়েছে একই গ্রুপের আরেক দল দুবাই ক্যাপিটালস। কয়েক দিন আগে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি–টোয়েন্টির নিলাম। তবে মুস্তাফিজকে দল নেওয়া হয়েছে ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে।

 

এখনো অবশ্য তাইজুল–মুস্তাফিজদের বিদেশি লিগে খেলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। দুজনই বোর্ডের কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছেন। যদি অনুমতি মেলে, তাহলে তাইজুল খেলবেন দক্ষিণ আফ্রিকায় এসএ২০, আর মুস্তাফিজ প্রথমবারের মতো নাম লেখাবেন আমিরাতের আইএল টি–টোয়েন্টিতে। ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত।