শিরোনাম
.jpg)
টাইগার অধিনায়ক লিটন দাস। ছবি: সংগৃহীত।
সংবাদ সম্মেলনের টেবিলে বসেই টুপিটা একটু ঠিক করলেন লিটন দাস। সামনে এশিয়া কাপ, আর তার আগে কঠিন সব প্রশ্নের মুখোমুখি হতে হলো তাঁকে। হংকংয়ের কাছে হারের পুরোনো স্মৃতি থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছক্কা–ঝড় সবই এল আলোচনায়।
টি–টোয়েন্টিতে এখন বাংলাদেশ ছক্কায় তৃতীয় অবস্থানে। এ বছর ১৪ ম্যাচে ১০৯ ছক্কা মেরেছে লাল–সবুজরা। ব্যাটারদের মধ্যে পারভেজ হোসেন ও তানজিদ হাসান দুজনেই আছেন সবার ওপরে। তবে এশিয়া কাপের মঞ্চে এসে অধিনায়ক লিটন শুধু ছক্কায় ভরসা রাখতে নারাজ।
আবুধাবিতে সংবাদ সম্মেলনে লিটনের কণ্ঠেই শোনা গেল, “টি–টোয়েন্টি ক্রিকেটে ছক্কা মারা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। কিন্তু শুধু ছক্কার দিকে তাকালে হবে না। মাঠের অবস্থা, প্রতিপক্ষ কেমন সব কিছু বুঝতে হবে। আমার মনে হয় এশিয়া কাপে আমাদের শুধু ছক্কা নয়, আসল লক্ষ্য হবে ‘স্মার্ট ক্রিকেট’ খেলা।”
টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। ব্যাটিং–বোলিংয়ে পারফরম্যান্স ইতিবাচক হলেও মিডল অর্ডার নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে। তবে লিটন আশাবাদী, দায়িত্ব এলে তাঁর সতীর্থরা সেটা সামলাতে পারবেন।
আবুধাবিতে আজ (১১ সেপ্টেম্বর) হংকংয়ের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে টাইগাররা।
আরও পড়ুন: