প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এসএটোয়েন্টিতে তাইজুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:১১

শেয়ার

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এসএটোয়েন্টিতে তাইজুল
তারকা স্পিনার তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন স্পিনার তাইজুল ইসলাম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএটোয়েন্টিতে দল পেয়েছেন তিনি। ডারবানস সুপার জায়ান্টস নিলামে তাইজুলকে দলে ভিড়িয়েছে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ডে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ।

 

আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া আসরের জন্য সোমবার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় প্লেয়ার্স নিলাম। সেখানে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের মোট ১৪ জন ক্রিকেটার। তবে নিলামে ওঠেন কেবল তাইজুল ও মোস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত দল পান কেবল তাইজুলই। অন্যদিকে সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলামসহ অনেকেই থেকে গেছেন অবিক্রীত।

 

ডারবানস সুপার জায়ান্টসে তাইজুল সতীর্থ হিসেবে পাচ্ছেন টি-টোয়েন্টির নামী তারকা হাইনরিখ ক্লাসেন, সুনীল নারাইন, জস বাটলার আর এইডেন মার্করামকে। যদিও বাংলাদেশ দলে তিনি মূলত টেস্ট ফরম্যাটে নিয়মিত মুখ, টি-টোয়েন্টিতে সুযোগ খুব বেশি আসেনি। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ১০৫ ইনিংসে নিয়েছেন ৮৮ উইকেট, যা প্রমাণ করে ফরম্যাটটিতে কার্যকর হওয়ার সামর্থ্য রয়েছে তার।

 

অন্যদিকে নিলামে সবচেয়ে বড় চমক ছিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ সেনসেশন ডেভাল্ড ব্রেভিস। ১৬.৫ মিলিয়ন র‌্যান্ডে তাঁকে দলে ভিড়িয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। আলোচনায় ছিলেন ইংল্যান্ডের ৪৩ বছর বয়সী কিংবদন্তি জেমস অ্যান্ডারসনও, যিনি শেষ পর্যন্ত অবিক্রীত থেকে গেছেন। একই পরিণতি হয়েছে কুশল পেরেরা, মঈন আলী, জেসন রয়দেরও।

 

তবে তাইজুলকে নিয়েও একটি অনিশ্চয়তা রয়েই গেছে। কারণ ডিসেম্বরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেই সময়ে জাতীয় দায়িত্ব ও ফ্র্যাঞ্চাইজি চুক্তিদুটির মধ্যে কোনটি বেছে নেবেন তাইজুল, সেটাই এখন দেখার বিষয়।