শিরোনাম

গাজী সোহেল ও মাসুদুর রহমান মুজুল। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এক বিজ্ঞপ্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আসরের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে।
এই তালিকায় মোট দশজন আম্পায়ারের নাম রয়েছে, যারা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকেই বেছে নেওয়া হয়েছে। বাংলাদেশের দুই আম্পায়ারের পাশাপাশি আছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা। এদের মধ্যে কয়েকজন আইসিসির আন্তর্জাতিক প্যানেলভুক্ত। নিরপেক্ষতা বজায় রাখতে প্রতিটি ম্যাচে ভিন্ন দেশের আম্পায়ার দায়িত্ব পালন করবেন।
১২ দল অংশ নেওয়া এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে বাংলাদেশি দুই আম্পায়ারকে।
গাজী সোহেল অন্তত চারটি ম্যাচে দায়িত্বে থাকছেন। ১০ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হবেন তিনি। এরপর ১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও হংকংয়ের ম্যাচে আবারও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে তাকে। এছাড়া ১৭ সেপ্টেম্বর পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচে দায়িত্ব পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।
মাসুদুর রহমান মুকুলও থাকছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে। ১০ সেপ্টেম্বর ভারত বনাম ইউএই ম্যাচে তিনি চতুর্থ আম্পায়ার হবেন। ১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব নেবেন তিনি। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচেও থাকবেন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে। এছাড়া ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম হংকং ম্যাচে তাকে দেখা যাবে টিভি আম্পায়ারের ভূমিকায়।
আরও পড়ুন: