শিরোনাম
.jpg)
আইজ্যাকের সেঞ্চুরিতে ভর করে সিরিজে সমতায় ফিরল ইংলিশ যুবারা। ছবি: সংগৃহীত।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল ব্যাট হাতে লড়াই করলেও বোলিংয়ে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চার উইকেটের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল। ২৭৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ২৩ বল বাকি থাকতেই।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার দ্রুত ফিরলেও রিফাত বেগ ঝোড়ো ইনিংসে দলকে এগিয়ে দেন। ৫২ বলে ৫১ রানের ইনিংসে পাঁচটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। তাকে সঙ্গ দেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ৪৪ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। তবে ২৩ ওভারের খেলা শেষে বৃষ্টিতে বাধা পড়ে। এরপর নির্ধারিত ওভার কমে দাঁড়ায় ৪৭–এ।
বৃষ্টি পরবর্তী সময়ে বাংলাদেশকে ভরসা জোগান রিজান ও আব্দুল্লাহ। তাদের ৬৯ রানের জুটিতে স্কোরবোর্ড এগোয় দ্রুত। রিজান খেলেন ৫৭ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল সাতটি চার ও একটি ছক্কা। শেষ দিকে আল ফাহাদ খেলেন ঝড়ো ক্যামিও ২২ বলে ২৫ রান, তিন চার ও একটি ছক্কা। নির্ধারিত ৪৭ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল থামে ২৭২ রানে। ইংল্যান্ড অতিরিক্ত দিয়েছিল ৩৪ রান।
২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা হয় আগ্রাসী। ১০ ওভারে যোগ হয় ৬৮ রান। শাহরির আল-আমিন ভাঙেন প্রথম জুটি। এরপর সামিউন বশির রাতুল ফিরিয়ে দেন বেন মেইসকে, কিছুক্ষণ পরেই তুলে নেন থমাস রিউয়ের উইকেটও। খরুচে হলেও রাতুলের আঘাত কিছুটা স্বস্তি এনে দেয় বাংলাদেশ শিবিরে।
কিন্তু সেই স্বস্তি বেশি স্থায়ী হয়নি। একপ্রান্তে দাঁড়িয়ে ব্যাট চালিয়ে যান আইজ্যাক। মাত্র ৯৫ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি, শেষ পর্যন্ত খেলেন ১০৪ রানের ইনিংস। ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও নয়টি ছক্কায়। তাকে আউট করলেও ইংল্যান্ড তখন জয় থেকে মাত্র কয়েক ধাপ দূরে।
ফারহান শাহরিয়ার তুলে নেন রালফি আলবার্টের উইকেট, কিন্তু তাতে ইংল্যান্ডের জয় ঠেকানো যায়নি, ২৩ বল হাতে রেখেই তারা পৌঁছে যায় লক্ষ্যে। ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতায় নিজেদের শক্ত অবস্থান জানান দিল ইংল্যান্ডের যুবারা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ২৭২/৯ (৪৭ ওভার; রিজান ৫৭, রিফাত ৫১, তামিম ৪১, ফাহাদ ২৫*, আব্দুল্লাহ ১৭, ফারহান ১৭, জাওয়াদ ১০)
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল ২৭৩/৬ (৪৩.১ ওভার; আইজ্যাক ১০৪; রাতুল ৩/৩৫)
আরও পড়ুন: