শিরোনাম

বিমানবন্দরে শুভেচ্ছা জানাচ্ছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত।
হাজারো ক্যামেরার ফ্ল্যাশ, ভক্তদের কোলাহল আর সাংবাদিকদের ভিড়, সবকিছুর কেন্দ্রবিন্দু তাসকিন আহমেদ। মৌমাছির মতো চারপাশ ঘিরে রাখা মানুষজনকে ঠেলে যখন তিনি এয়ারপোর্টে প্রবেশ করলেন, মুখে তখনও হাসি লেগে আছে। এই ভালোবাসা, এই উন্মাদনা যে সহজে পাওয়া যায় না। পাশে ছিলেন বাবা আব্দুর রশিদ, ছেলের তারকাখ্যাতি দেখছেন চোখের সামনে দাঁড়িয়ে।
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের দ্বিতীয় বহরের ফ্লাইট ছিল সন্ধ্যা সাড়ে সাতটায়। সেই উদ্দেশে বিমানবন্দরে একে একে আসতে থাকেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদসহ অন্যরা। সঙ্গে ছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, স্পিন কোচ মুশতাক আহমেদও। তবে সবার মধ্যেই বাড়তি উচ্ছ্বাস দেখা গেল কেবল তাসকিনকে ঘিরে।
এই সময় গণমাধ্যমের সঙ্গে অল্প কিছু কথা বলেন তাসকিনের বাবা। প্রতিবারের মতো এবারও তিনি এসেছিলেন ছেলেকে বিদায় জানাতে। জানালেন, তার ইচ্ছা এবারের আসরে তাসকিন হোক সর্বোচ্চ উইকেট শিকারি। আব্দুর রশিদের সহজ-সরল বক্তব্য্ “সবই আল্লাহর ইচ্ছা। আমি চাই আমার ছেলে সর্বোচ্চ উইকেট শিকারি হোক।”
তাসকিন সেটা পারবেন কি না, সেটি সময়ই বলে দেবে। তবে পরিসংখ্যানই ইঙ্গিত দিচ্ছে, দলে থাকা ক্রিকেটারদের মধ্যে এগিয়ে আছেন তিনিই। এবারের স্কোয়াডে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে এশিয়া কাপের টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন তিনিই। ২০১৬ ও ২০২২ সালের আসরে ৩ ইনিংস খেলে তার রান ২৭ যা দলের অন্য কারো চেয়ে বেশি। দ্বিতীয় সর্বোচ্চ শেখ মেহেদী হাসানের সংগ্রহ মাত্র ১৫ রান।
শুধু ব্যাটেই নয়, উইকেট শিকারে-ও এগিয়ে তাসকিন। এখন পর্যন্ত এশিয়া কাপে ৭ ম্যাচ খেলে তার ঝুলিতে আছে ৫টি উইকেট, যা এবারের স্কোয়াডে সবার ওপরে। তাই বাবার স্বপ্ন যে একেবারেই অযৌক্তিক নয়, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পরিসংখ্যান।
আরও পড়ুন: