"কাউকে জবাব দেওয়ার কিছু নেই, আমরা সেরাটা খেলব"

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০০

শেয়ার

জাতীয় দলের হার্ডহিটার ব্যাটার জাকের আলী। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ সামনে রেখে আত্মবিশ্বাসী মেজাজে দেশ ছাড়ছেন বাংলাদেশি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী অনিক। তার মতে, ড্রেসিংরুমের পরিবেশ এখন বেশ ইতিবাচক, প্রস্তুতিও হয়েছে সঠিকভাবে। নেদারল্যান্ডস সিরিজ থেকে পাওয়া ইতিবাচক অভিজ্ঞতা নিয়েই দল নামবে আসন্ন আসরে।

 

বিমানবন্দরে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের বলেন, “ড্রেসিংরুম সবসময়ই ভালো ছিল। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ, আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। আমরা এশিয়া কাপে ভালো কিছু করার আশা করছি।”

 

তার মতে, বড় টুর্নামেন্ট বলেই আলাদা মানসিক চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রতিটি ম্যাচে একই মানসিকতা নিয়ে নামলেই সেরাটা দেওয়া সম্ভব। জাকেরের ভাষায়, “সব ম্যাচকেই একইভাবে নিতে হবে। আলাদা কিছু নয়, আমরা শুধু আমাদের বেসিকগুলোতে ফোকাস করতে চাই।”

 

সম্প্রতি ভারতের আকাশ চোপড়া ও শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড মন্তব্য করেছেন, বাংলাদেশ নাকি গ্রুপ পর্বই পার হতে পারবে না। তবে এসব সমালোচনায় বিচলিত নন জাকের। তিনি জানান, দল কারও মন্তব্যের জবাব দেওয়ার জন্য খেলবে না। বরং নিজেদের সেরাটা দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য।

 

“কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা শুধু আমাদের ক্রিকেট খেলব, সেরাটা দেওয়ার চেষ্টা করব,” এভাবেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জাকের আলী অনিক।