এশিয়া কাপের উদ্দেশ্যে আগামীকাল দুইভাগে উড়াল দেবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২১:২২

আপডেট: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২১:২৩

শেয়ার

এশিয়া কাপের উদ্দেশ্যে আগামীকাল দুইভাগে উড়াল দেবে বাংলাদেশ
বাংলাদেশ জাতীয় দল। ছবি: সংগৃহীত।

আর মাত্র তিন দিন পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। ব্যাট-বলের এই মহাযজ্ঞে অংশ নিতে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের নিয়ে আগামীকাল (৭ সেপ্টেম্বর) দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তবে একসঙ্গে নয়, ২৯ সদস্যের বহরটি ভাগ হয়ে রওনা হবে মরুর দেশে।

 

সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে প্রথমে উড়াল দেবেন ১৩ জন ক্রিকেটার। আর বাকিদের নিয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রওনা হবে দ্বিতীয় দল।

 

এবারের আসরে বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’-তে। সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই শক্তিশালী প্রতিপক্ষ। তবে প্রস্তুতি হিসেবে টাইগারদের মানসিক জোর দারুণ, কারণ সাম্প্রতিক সময়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে দল ফিরেছে আত্মবিশ্বাসের চূড়ায়।

 

৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ১৯ ম্যাচের মধ্যে ১১টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, বাকি ৮টি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ হবে আবুধাবিতে, আর ফাইনালের জমকালো আসর বসবে দুবাইয়ে।

 

গত আসরের তুলনায় এবার অংশ নিচ্ছে দুই দল বেশি মোট ৮টি। গ্রুপ ‘এ’-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, স্বাগতিক আমিরাত ও ওমান। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং লড়বে সুপার ফোরে জায়গা পাওয়ার জন্য।