রিজান-রাতুল নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে যুবাদের বড় জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:২৪

শেয়ার

রিজান-রাতুল নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে যুবাদের বড় জয়
উদযাপনরত টাইগার যুবারা। ছবি: সংগৃহীত।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সিরিজের প্রথম ম্যাচে তারা ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলকে হারিয়েছে ৮৭ রানের ব্যবধানে। ব্যাট হাতে রিজান হোসেনের সেঞ্চুরি এবং বল হাতে সামিউন বশির রাতুলের বিধ্বংসী বোলিংয়ে এসেছে এই জয়।

 

টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৯২ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। শুরুতে জাওয়াদ আবরার ও রিফাত বেগ ৪৪ রানের জুটি গড়লেও রিফাত ১১ রানে আউট হয়ে যান। অধিনায়ক আজিজুল হাকিম তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি, করেন মাত্র ৮ রান। এরপর জাওয়াদও সাজঘরে ফেরেন ৪০ রানের ইনিংস খেলে।

 

টপ অর্ডারের এই ধাক্কা সামাল দেন কালাম সিদ্দিকী অলিন ও রিজান হোসেন। দুজন মিলে গড়েন ১৪৮ রানের জুটি। কালাম খেলেন ৮৪ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস, যাতে ছিল আটটি চার ও একটি ছক্কা। কিন্তু তার বিদায়ের সঙ্গে সঙ্গেই ভেঙে যায় জুটি, আর ঠিক পরের বলেই গোল্ডেন ডাকের শিকার হন মোহাম্মদ আব্দুল্লাহ। তবে অপর প্রান্তে অবিচল ছিলেন রিজান। শেষ পর্যন্ত তিনি খেলেন ১০১ বলে ১০০ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল নয়টি চার ও একটি ছক্কা। শেষ দিকে রাতুল করেন ১৩ বলে ২১ রান এবং শাহরির আল–আমিন যোগ করেন ২৩ বলে ২৫ রান। সবশেষে ৪৯.২ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ইংল্যান্ডের বোলার জেমস মিন্টো নেন পাঁচ উইকেট।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। ৪৬ রানের মধ্যে দুই উইকেট হারালেও এরপর আইসাক মোহাম্মদ ও উইল বেনিসন মিলে দলকে কিছুটা স্বস্তি দেন। তাদের জুটিতে আসে ৮৬ রান। আইসাক খেলেন মাত্র ৫৩ বলে ৭৫ রানের ইনিংস, যা শেষ হয় রিজানের হাতে আউট হয়ে। বেনিসন করেন ৩৬ রান। কিন্তু এই জুটি ভাঙার পর আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। একসময় ১৩২ রানে তৃতীয় উইকেট হারানো ইংল্যান্ড শেষ পর্যন্ত অলআউট হয় ২০৫ রানে।

 

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সামিউন বশির রাতুল। তিনি মাত্র ৪.২ ওভারে ৯ রান দিয়ে শিকার করেন চারটি উইকেট। স্বাধীন ইসলাম নেন দুটি, আর রিজান, তামিম ও আল ফাহাদ তুলে নেন একটি করে উইকেট।

 

প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় পেয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।