শিরোনাম

টাইগার পেসার তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপ মিশন নিয়ে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ নিজের এবং দলের উচ্চাশা প্রকাশ করেছেন। একই সাথে, তিনি ভক্তদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেকে ভাগ্যবান বলে অভিহিত করেছেন।
আসন্ন এশিয়া কাপে শুধুমাত্র অংশগ্রহণ করাই নয়, বরং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশ দল মাঠে নামবে বলে জানিয়েছেন টাইগার বোলার তাসকিন আহমেদ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে তিনি বলেন, "আমার প্রত্যাশা ও দলের প্রত্যাশা, আমাদের সবারই প্রত্যাশা ও মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। শুধু অংশগ্রহণ করতে তো যাচ্ছি না, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি।"
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দলের ধারাবাহিক সাফল্য তাসকিনের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। তাসকিন উল্লেখ করেন, "সর্বশেষ তিনটা সিরিজই আমরা জিতেছি আল্লাহর রহমতে।"
তাসকিন নিজেও আছেন ভালো ফর্মে। শ্রীলঙ্কা সিরিজে ভালো করতে না পারলেও পাকিস্তান সিরিজে দুটি ম্যাচে তিনটি করে মোট ছয়টি উইকেট শিকার করেছেন তিনি। নেদারল্যান্ডস সিরিজেও প্রথম ম্যাচে চারটি এবং দ্বিতীয় ম্যাচে দুটি উইকেট নিয়ে দুই ম্যাচে পেয়েছেন ছয়টি উইকেট।
দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা পেয়ে এই ফাস্ট বোলার নিজেকে ভাগ্যবান মনে করছেন। তাসকিন বলেন, "সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া যে এই জিনিসটা (পাবলিক ফিগার) আল্লাহ তা'লা দিয়েছেন। আলহামদুলিল্লাহ যে মানুষ আমাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে। আমি ভাগ্যবান।"
আরও পড়ুন: