“জীবনের প্রথম ভোট, জাতীয় নির্বাচনেও কখনো দেইনি”

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৩৪

শেয়ার

“জীবনের প্রথম ভোট, জাতীয় নির্বাচনেও কখনো দেইনি”
কোয়াবের নব্য সহ-সভাপতি নুরুল হাসান সোহান। ছবি: সংগৃহীত।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নুরুল হাসান সোহান। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোয়াবের নির্বাচনে শুধু সভাপতি পদে ভোটাভুটি হয়। নতুন এই দায়িত্ব পাওয়ার পর সোহান তার অনুভূতি প্রকাশ করেছেন।

 

সোহান বলেন, "সবসময় যেহেতু ক্রিকেটের সাথে আছি এবং খেলছি, তাই আমাদের একটা দায়িত্ব থাকে যে আমাদের নিচের স্তরের ক্রিকেটারদের নিয়ে চিন্তা করা। আলহামদুলিল্লাহ, ক্রিকেটের মাধ্যমেই আমি আজকের সোহান হতে পেরেছি।"

 

কোয়াবের এই নির্বাচন সোহানের জন্য এক নতুন অভিজ্ঞতা। তিনি জানান, "আগে হয়তো সিলেকশনের মাধ্যমে নির্বাচন হতো। এই পদে থেকে সবসময় একটা দায়িত্ব থাকবে যেন সবাই খেলার জন্য সঠিক পরিবেশটা পায়। এটা আমার জীবনের প্রথম ভোট। আমি জাতীয় নির্বাচনেও কখনো ভোট দিইনি, এটিই প্রথম ভোট দিলাম।"

 

তিনি আরও বলেন, "এখানে এসে আমার খুব ভালো লাগছে। অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে দেখা হয়েছে, যাদের সঙ্গে অনেক বছর ধরে দেখা হয় না। আমরা যারা এখন একসাথে খেলছি, গত কয়েকদিন ধরে এই নির্বাচন নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হচ্ছিল।"