বিপুল ভোটে কোয়াবের সভাপতি নির্বাচিত হলেন মিঠুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৩৪

আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৩৬

শেয়ার

বিপুল ভোটে কোয়াবের সভাপতি নির্বাচিত হলেন মিঠুন
কোয়াবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মিথুনকে ফুলেল অভ্যর্থনা। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেটের পেশাদার খেলোয়াড়দের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নেতৃত্বে এল নতুন মুখ। জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন বিপুল ভোটে জয়ী হয়ে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

 

প্রতিদ্বন্দ্বী সাবেক ক্রিকেটার সেলিম শাহেদকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন মিঠুন। ভোটের ফলাফল বলছে মিঠুন পেয়েছেন ১৫৪ ভোট, আর সেলিম শাহেদ পেয়েছেন মাত্র ৩৪ ভোট। ফলে ১২০ ভোটের ব্যবধানে নিশ্চিত হয়েছে মিঠুনের জয়।

 

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে নির্বাচন। তবে কার্যনির্বাহী কমিটির ১১ সদস্যের মধ্যে সভাপতি পদ বাদে বাকি ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। ফলে বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন বাকিরা।

 

মিঠুনের নেতৃত্বে দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন বর্তমান ও সাবেক বেশ কিছু ক্রিকেটার। তাদের মধ্যে আছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট এবং ইমরুল কায়েস।

 

এদের মধ্যে শান্ত, মিরাজ, আকবর, শুভ, শুক্কুর ও ইমরুল এখনও মাঠের ক্রিকেটে সক্রিয়, যা কোয়াবের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।