দ্বিতীয় সন্তানের বাবা হলেন মিরাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৫৩

শেয়ার

দ্বিতীয় সন্তানের বাবা হলেন মিরাজ
বাংলদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। এবার তার পরিবারে এসেছে এক কন্যা সন্তান। এর আগে এই অলরাউন্ডার এক পুত্র সন্তানের বাবা হয়েছিলেন। কন্যা সন্তানের বাবা হওয়ার সুখবর মিরাজ নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছেন।

 

মিরাজ লিখেছেন, "আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে।" তিনি আরও জানান যে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন এবং সবার কাছে তাদের নবজাতকের জন্য দোয়া চেয়েছেন।

 

মিরাজের স্ত্রী রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে তার সংসার জীবন শুরু হয় ২০১৯ সালে। এর পরের বছর ২০২০ সালের অক্টোবরে তাদের প্রথম সন্তান, পুত্র মুদাসসের হাসান ওয়াফিকের জন্ম হয়। পরিবারের নতুন এই অতিথির নাম অবশ্য এখনো জানা যায়নি।

 

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য মিরাজ আসন্ন নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন। যদিও এই সিরিজ এবং এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডে তার নাম নেই। তবে পরিবারের এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের পেশাজীবন থেকে ছুটি নিয়ে তিনি আবারও প্রমাণ করলেন যে তার কাছে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ।