ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ১৫ হাজার টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:১২

শেয়ার

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ১৫ হাজার টাকা
এশিয়া কাপে ভাতত-পাকিস্তান ম্যাচ দেখতে হলে গুনতে হবে মোটা অর্থ। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ শুরুর বাকি আর মাত্র কয়েকটা দিন। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসছে আট জাতির এই মহারণ। এরইমধ্যে টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বেশি আলোচনায় থাকা ম্যাচটি নিঃসন্দেহে ভারত–পাকিস্তান দ্বৈরথ। সেই ম্যাচ সরাসরি মাঠে বসে দেখতে হলে দর্শকদের গুনতে হবে মোটা অঙ্কের টাকা।

 

টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক আরব আমিরাতকে। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং ও বাংলাদেশ। এসিসির ঘোষণায় জানা গেছে, দর্শকদের জন্য তিন ধাপের প্যাকেজে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

 

সবচেয়ে কম দামের প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৪৭৫ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৭০০ টাকা। এই প্যাকেজে রয়েছে গ্রুপ এ’র ম্যাচগুলো, অর্থাৎ ভারত–পাকিস্তান ম্যাচ দেখতে হলে অন্তত এই পরিমাণ অর্থ খরচ করতেই হবে। সুপার ফোরের ম্যাচের টিকিট মিলবে ৫২৫ দিরহামে, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ১৭ হাজার ৪০০। একই দামে তৃতীয় প্যাকেজও পাওয়া যাবে, যেখানে দর্শকরা দুটি সুপার ফোর ম্যাচের পাশাপাশি ফাইনাল দেখার সুযোগ পাবেন। চাইলে ফাইনালের আলাদা টিকিটও সংগ্রহ করা যাবে।

 

টিকিট কেনার জন্য এসিসির অফিশিয়াল টিকিটিং পার্টনার প্লাটিনাম লিস্টের ওয়েবসাইট ইতোমধ্যেই খুলে দেওয়া হয়েছে। কয়েকদিন পর থেকে টিকিট পাওয়া যাবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও।