শিরোনাম

টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ছবি: সংগৃহীত।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ম্যাচটা হয়ে উঠল বৃষ্টির খেলা। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি হঠাৎ শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে আর মাঠে গড়াল না। ১৮.২ ওভারে ১৬৪ রান তুলেই থেমে গেল টাইগারদের ইনিংস, এরপর আর খেলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।
ফলাফল? সিরিজে ২-০ ব্যবধানে জয়ের আনন্দ নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ। যদিও ‘হোয়াইটওয়াশ’-এর স্বপ্নটা অপূর্ণ রয়ে গেল, তবু বৃষ্টির বাধা লিটন দাসের দলকে থামাতে পারেনি ধারাবাহিকতার মিশন থেকে।
এ নিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কা আর পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর এবার ডাচদের বিপক্ষে ২-০ ব্যবধান। নেতৃত্বের মঞ্চে লিটন দিন দিন যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনকে বলা হয়, অনেকের মুখে শোনা যায় তিনি অধিনায়ক্ত্ব উপভোগ করছেন না। এ ব্যাপাড়ে টাইগার ক্যাপ্টেন বলেন, “কে বলেছে? শোনা কথায় কান দেবেন না। আমি তো কখনো বলিনি যে অধিনায়কত্ব উপভোগ করছি না। উপভোগ না করলে দায়িত্ব নিতাম না। টানা দুই সিরিজে ভালো করেছি, আমার ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো ছিল। যখন নেতা পারফর্ম করে, তখন পুরো দলই তার সুফল পায়।”
এশিয়া কাপ সামনে, আর সেটিকে ঘিরে প্রত্যাশা খুবই সরল রাখলেন লিটন, “আমরা শুধু চাই ভালো ক্রিকেট খেলতে। এর বাইরে কিছু না। ভালো ক্রিকেট খেললে ফলাফল আপনাআপনি আসবে।”
অর্থাৎ বৃষ্টির বাঁধায় হোয়াইটওয়াশ হাতছাড়া হলেও, লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল এখন নিয়মিত সিরিজ জয়ের অভ্যাস গড়ে তুলছে। এশিয়া কাপের মঞ্চে সেই ধারাবাহিকতা ধরে রাখাই এখন টাইগারদের মূল লক্ষ্য।
আরও পড়ুন: