জাকের বিশ্বসেরা হওয়ার সামর্থ্য রাখে: জুলিয়ান উড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৩৪

শেয়ার

জাকের বিশ্বসেরা হওয়ার সামর্থ্য রাখে: জুলিয়ান উড
পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড ও জাকের আলী (ইনসেটে)। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের মিডল-অর্ডারে নতুন আলো জ্বালাচ্ছেন জাকের আলী। শক্তির ঝলক, আত্মবিশ্বাসী শট, আর তারুণ্যের আগ্রহ সবকিছু মিলে আলাদা করে চোখে পড়ছেন এই তরুণ ব্যাটসম্যান। আর তাঁকে নিয়ে মুগ্ধতার সুর তুলেছেন ইংলিশ পাওয়ার-হিটিং গুরু জুলিয়ান উড।

 

ইংল্যান্ডে দীর্ঘদিন ধরে পাওয়ার-হিটিং কৌশল নিয়ে কাজ করা উডের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই। বাংলাদেশে তিন সপ্তাহের সংক্ষিপ্ত চুক্তির সময় তিনি কাছ থেকে দেখেছেন অনেক ক্রিকেটারকে। কিন্তু পছন্দের ক্রিকেটার প্রসঙ্গে কোনো দ্বিধা না করেই নাম উচ্চারণ করেছেন জাকের আলী।

 

উডের চোখে জাকের কেবল শক্তির উপর নির্ভরশীল ব্যাটসম্যান নন, বরং শক্তি আর টেকনিকের মেলবন্ধন। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উড বলেন, “জাকের ভীষণ শক্তিশালী একজন ক্রিকেটার। পাওয়ার-হিটিং অনুশীলনকে সে উপভোগ করেছে। ভিন্ন ভিন্ন জায়গায় শট খেলতে পারে, প্রযুক্তিগতভাবেও দক্ষ। আমার বিশ্বাস, সে বিশ্বসেরাদের কাতারে জায়গা করে নিতে পারবে।”

 

জাকেরকে পর্যবেক্ষণ করতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন উড। অনুশীলনের সময় তিনি খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছিলেন ভারী হাতুড়ি, অদ্ভুত মনে হলেও এর ভেতরে আছে বিশেষ কৌশল। উড বলেন, “হাতুড়িটা ভারী, তাই সুইং করার সময় শরীরের প্রতিটি অংশের সমন্বয় অনুভব করা যায়। এটাই আসল উদ্দেশ্য। জাকের সেটি দারুণভাবে করেছে।”

 

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরেই পাওয়ার-হিটিং ঘাটতির কথা শোনা যায়। ব্যাটিংয়ে নতুন মাত্রা যোগ করার এই প্রয়াসে জুলিয়ান উডের মতো বিশেষজ্ঞ কোচ আশার আলো দেখাচ্ছেন। তবে সবচেয়ে বেশি আলো কেড়ে নিয়েছেন জাকের আলী। উডের বিশ্বাস, আগামী দিনের বাংলাদেশ ক্রিকেটে তিনি হয়ে উঠতে পারেন ম্যাচ উইনার, আর বিশ্ব ক্রিকেটেও জায়গা করে নিতে পারেন এলিট তালিকায়।