শিরোনাম
.jpg)
ডাচদের বিপক্ষে শেষ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান। ছবি: বিসিবি।
ব্যাট হাতে রানখরায় ভুগছেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। বাংলাদেশের জার্সি গায়ে এ বছর এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি খেলে মাত্র তিনবার ত্রিশোর্ধ ইনিংস খেলেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বশেষ পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন ভারতের বিপক্ষে সেটাও এক বছর হতে চলল। স্ট্রাইকরেটটাও তার নামের সুবিচার করছে না, এবছর সেটা তার ক্যারিয়ারের সবচেয়ে কম।
সদ্যসমাপ্ত নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ না পেলেও আজ তিন নম্বরে ব্যাট করতে এসে ১৪ বল খেলে মাত্র ৯ রান করেই ফিরে গেছেন। পুরো সময়টা ছিলেন অস্বস্তিতে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক লিটন দাসের কাছে জানতে চাওয়া হয় হৃদয়ের ব্যাটিং অর্ডারে হরহামেশা পরিবর্তন নিয়ে এবং একই সাথে তার সাম্প্রতিক ফর্মে সেটা প্রভাব ফেলছে কিনা। তাওহীদ হৃদয়ের প্রতি তার পূর্ণ সমর্থন জানিয়ে লিটন বলেন, ”আমার বিশ্বাস আছে হৃদয়ের ওপর। ও বিগ ম্যাচের প্লেয়ার, এশিয়া কাপে ভাল ক্রিকেট খেলবে।”
লিটন আজকের ম্যাচে তাওহীদ হৃদয়ের ইনিংস নিয়ে বলেন, “দেখুন, একটি কিছু কিছু দিনে পার্টিকুলার কিছু স্ট্রাগল যায়, আমি এটা নিয়ে একদমই চিন্তিত নই। একজন ব্যাটসম্যানের জায়গা থেকে বলতে গেলে আমিও কিন্তু বৃষ্টির যে বিরতিটা গেছে তার পর আমারও কিন্তু কষ্ট হচ্ছিল রান বের করতে। আর হৃদয়ের একটু দুর্ভাগ্য যে দু’পাশ থেকেই সে সময় বাঁহাতি স্পিনাররা বল করছিল, বৃষ্টির পর উইকেট তাদের পক্ষে ছিল এবং তারা(ডাচ বোলাররা) ভাল বোলিং করেছে।”
তাওহীদ হৃদয় বাংলাদেশ ক্রিকেটে কতটা গুরুত্বপূর্ণ সেটা মনে করিয়ে দিয়ে টাইগার কাপ্তান বলেন, “আমি জানি হৃদয় কি করতে পারে বাংলাদেশের জন্য, একজন অধিনায়ক হিসেবে আমি মনে করি হৃদয় এশিয়া কাপে ঘুরে দাঁড়াবে।”
২৪ বছর বয়সী তাওহীদ হৃদয় ২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লাল-সবুজের জার্সিতে প্রথমবারের মত প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করেন। একই বছর সীমিত ওভারের দুই ফরম্যাটেই তার অভিষেক ঘটে। স্বল্প সময়েই এই তরুণ ব্যাটার বাংলাদেশ জাতীয় দলে আস্থার নাম হয়ে উঠেছেন। ওয়ানডে ফরম্যাটে ৩৮ ম্যাচে ৩৪ ইনিংস খেলে ৩৫ এর ওপরে গড়ে ১০৮৭ রান করেছেন তিনি। নামের পাশে আছে ৯টি ফিফটি ও একটি সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচে ৪১ ইনিংসে করেছেন ৯০৯ রান। ১২৪ স্ট্রাইকরেটে এই ফরম্যাটে হৃদয়ের আছে তিনটি অর্ধশতক।
বাংলাদেশ ক্রিকেটে একটি প্রজন্মের পরিবর্তনের সময়ে অনেক উত্থান-পতনের মাঝখানে তাওহীদ হৃদয় নিজের ব্যাটিং দক্ষতায় এই বয়সেই ব্যাটিং অর্ডারে একটি আস্থার জায়গা করে নিয়েছেন। টাইগার কাপ্তান লিটন কুমার দাসের মত ক্রিকেটভক্তদেরও সেই একই আশা থাকবে তাওহীদ হৃদয় শীঘ্রই ব্যাট হাতে ঘুরে দাঁড়াবেন এবং বড় মঞ্চে তার নামের প্রতি আস্থার প্রতিদান দেবেন।
আরও পড়ুন: