বাংলাদেশে দীর্ঘমেয়াদে কাজ করার অপেক্ষায় জুলিয়ান উড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪২

শেয়ার

বাংলাদেশে দীর্ঘমেয়াদে কাজ করার অপেক্ষায় জুলিয়ান উড
ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ জুলিয়ান উডের তিন সপ্তাহের চুক্তি ২ সেপ্টেম্বর শেষ হয়েছে। তবুও ইংলিশ কোচ এখনও বাংলাদেশ দলের সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী। তিনি জানান, দীর্ঘমেয়াদী চুক্তির জন্য এখনো অপেক্ষা করছেন।

 

উডের মতে, নতুন পরিকল্পনা বা পদ্ধতি বাস্তবায়নে সময় লাগে, এবং তিনি এই প্রক্রিয়ায় সম্পূর্ণ অংশগ্রহণ করতে প্রস্তুত। বিসিবি যদি ইতিবাচক সাড়া দেয়, তবে তিনি বাংলাদেশ দলের পাওয়ার হিটিংয়ে স্থায়ী পরিবর্তন আনতে সক্ষম হবেন বলে আশাবাদী।

 

গণমাধ্যমকে উড বলেন, “আমি দীর্ঘমেয়াদী চুক্তির জন্য উন্মুক্ত ছিলাম, সত্যিই অপেক্ষা করছিলাম, এবং এখনও অপেক্ষা করছি।” তিনি বাংলাদেশ দলের সঙ্গে কাজকে অত্যন্ত ইতিবাচক অভিজ্ঞতা মনে করছেন। বিশেষ করে এশিয়া কাপের প্রস্তুতির সময় তার সঙ্গে টাইগার ক্রিকেটারদের কাজ করার অভিজ্ঞতা তাকে উৎসাহিত করেছে।

 

উড আরও বলেন, “নতুন কিছু করতে বা নতুন কিছু আনার সময় কিছুটা সময় লাগে। আমি শুধু শোনার অপেক্ষায় আছি। আপনি যত বেশি করতে পারবেন, ততই ভালো। এখন দেখার বিষয়, তারা কীভাবে খেলে।”