বিসিবি সভাপতি পদের লড়াইয়ে মুখোমুখি তামিম-বুলবুল? 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৫৮

আপডেট: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩১

শেয়ার

বিসিবি সভাপতি পদের লড়াইয়ে মুখোমুখি তামিম-বুলবুল? 
দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল। ছবি: সংগৃহীত।

মাস তিনেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সময় আমিনুল ইসলাম বলেছিলেন, “আমি এখানে একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি।” তখন তিনি স্পষ্ট করেছিলেন, দীর্ঘ সময় বোর্ডে থাকার কোনো পরিকল্পনা নেই।

 

কিন্তু সেই ভাবনায় সম্প্রতি পরিবর্তন এসেছে। কয়েক দিন আগে তিনি জানিয়েছেন, ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে আবারও বিসিবি সভাপতির আসনে আসতে আপত্তি নেই তাঁর। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল বলেন, তিনি পরিচালক পদে নির্বাচনের ক্ষেত্রেও আগ্রহী।

 

অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে কালই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্বাচনের প্রস্তুতি শুরু করতে, কয়েক দিনের মধ্যে বর্তমান সভাপতি আমিনুল তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের জন্য নাম সুপারিশ করবেন। এরপরই পুরো প্রক্রিয়াটি শুরু হবে।

 

ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহের বিষয় হলো, এইবার সভাপতি পদে কে লড়বেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি বিসিবির নির্বাচনে অংশ নেবেন। যদি পরিচালকদের সমর্থন পান, তবে সম্ভবত সভাপতি হিসেবেও দায়িত্ব নিতে পারেন।

 

বিসিবির নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, ক্লাব, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। তাদের ভোটের ভিত্তিতেই সভাপতি নির্বাচিত হন।

 

সিলেটে সাংবাদিকদের সামনে এই প্রশ্নের উত্তরে আমিনুল বলেন, “অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, প্রথম লক্ষ্য হলো পরিচালকদের নির্বাচন। সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ আসে, চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সেবা করার জন্য।” এই মন্তব্যে বোঝা যাচ্ছে, এবার জাতীয় দলের দুই সাবেক অধিনায়কের লড়াই দেখা যেতে পারে।

 

এছাড়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে আঞ্চলিক ক্রিকেট সংস্থার প্রতিষ্ঠার আলোচনা চলছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলের পর কার্যক্রম কিছুটা স্থবির থাকলেও, সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল আবার দ্রুত কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন।