শিরোনাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত।
শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় দিয়ে শুরু, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে একই সাফল্য, আর সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষেও এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত বাংলাদেশ দলের টানা তিন সিরিজ জয়ে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে তার চোখে সবচেয়ে বড় প্রাপ্তি হলো, ক্রিকেটাররা এখন আর শুধু জিতলেই সন্তুষ্ট থাকে না।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেন, সাফল্যের কৃতিত্ব ভাগ হয়ে যায় সবার মধ্যে, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, বোর্ড এবং সমর্থকরা। তার মতে, বোর্ডের টেবিলে যারা কাজ করছেন, ডাগআউটে যারা কৌশল সাজাচ্ছেন আর মাঠে যারা খেলছেন, এই তিন দিকের বোঝাপড়ার কারণেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে। তবে আসল কৃতিত্ব দিতে হবে ক্রিকেটারদের।
বুলবুলের নজরে এসেছে, এই দল আর কেবল জয় নিয়েই তৃপ্ত নয়। খেলোয়াড়রা এখন প্রতিটি ম্যাচের পর কোচদের সঙ্গে আলোচনা করছে, কোথায় উন্নতির সুযোগ আছে, কীভাবে আরও ভালো করা যায়। তার ভাষায়, “আমি দেখছি, জিতলেই ওরা খুশি হয়ে যাচ্ছে না। উন্নতির জায়গা নিয়ে কথা বলছে, নিজেদের আরও ভালো করার চেষ্টা করছে। দল হিসেবে এগিয়ে যাচ্ছে।”
ভারতের সঙ্গে সিরিজ বাতিল হওয়ার পর দ্রুত নেদারল্যান্ডস সিরিজ আয়োজনের কারণও ব্যাখ্যা করেন বিসিবি সভাপতি। তিনি মনে করেন, প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে থাকাটাই গুরুত্বপূর্ণ। সামনে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ, একটার পর একটা বড় চ্যালেঞ্জ আসছে। আর এই জয়গুলো দলের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের প্রস্তুতিকেও দৃঢ় করেছে।
আরও পড়ুন: