অধিনায়ক হিসেবে প্রতিটি সিরিজই জেতার চেষ্টা করি: লিটন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০৫

শেয়ার

অধিনায়ক হিসেবে প্রতিটি সিরিজই জেতার চেষ্টা করি: লিটন
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে পরপর দুই সিরিজ হার, এমন হতাশার পরই বদলে যায় বাংলাদেশের টি-টোয়েন্টি ভাগ্য। শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ানো দলটি এরপর পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জয় তুলে নিয়ে গড়েছে টানা তিন সিরিজ জয়ের হ্যাটট্রিক।

 

নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টাইগারদের জয় এসেছে একেবারেই দাপটের সঙ্গে। ডাচ ব্যাটাররা দাঁড়াতেই পারেননি লাল-সবুজ বোলিং আক্রমণের সামনে। মাত্র ১৭.৩ ওভারে অলআউট হয়ে যায় স্বাগতিকরা ১০৩ রানে। জবাবে ১৩.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ, হাতে থাকে ৯ উইকেট।

 

এই জয়ে সিরিজ নিশ্চিত করার পরও অধিনায়ক লিটন দাসের কণ্ঠে শোনা গেল বাস্তবতার সুর। জয়ের আনন্দে ভেসে না গিয়ে দলের প্রচেষ্টা ও পরিকল্পনার সঠিক বাস্তবায়নকেই তিনি কৃতিত্ব দিয়ে বলেন, “একজন অধিনায়ক হিসেবে আমি সব সিরিজই জেতার চেষ্টা করি, কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না। আসল কৃতিত্ব খেলোয়াড়দের। গত দুই সপ্তাহ ধরে তারা কঠোর পরিশ্রম করেছে, অনুশীলনে নিজেদের উজাড় করে দিয়েছে। মাঠে এসে পরিকল্পনা বাস্তবায়ন করেছে, বিশেষ করে এই উইকেটে কীভাবে বোলিং করতে হবে তা দুর্দান্তভাবে করেছে।”

 

অভিজ্ঞদের অবদানও আলাদা করে তুলে ধরেছেন লিটন। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ধারাবাহিকতা, সঙ্গে সুযোগ পেয়ে নাসুম আহমেদের কার্যকর পারফরম্যান্স দলের শক্তি বাড়িয়েছে বলে বিশ্বাস করেন তিনি।

 

লিটন বলেন, “আপনারা জানেন মুস্তাফিজ আর তাসকিন কতটা গুরুত্বপূর্ণ। নাসুম যদিও অনেক দিন ম্যাচ খেলেনি, কিন্তু সুযোগ পেয়েই ভালো করেছে। আমরা ধীরে ধীরে দলটা গড়ে তুলছি। নতুন কেউ এলে যদি ভালো খেলে, সেটা পুরো দলের জন্যই ইতিবাচক।”

 

বাংলাদেশ তাই টানা তিন সিরিজ জয়ের পরেও শুধু উৎসব নয়, গড়ছে আরও শক্ত ভিত। আর লিটনের ভাষায়, সামনে লক্ষ্য স্পষ্ট, প্রতিটি সিরিজ জেতার চেষ্টা।