শিরোনাম

ছক্কার নতুন রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। ছবি: সংগৃহীত।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১০৪ রানের লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিমের ঝলমলে অর্ধশতক আর লিটন দাসের অপরাজিত ১৮ রানে ভর করে ৯ উইকেট ও ৪১ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা। আর তামিম গড়লেন ছক্কা মারার নতুন রেকর্ড।
ব্যাট হাতে স্রেফ ম্যাচ জেতানো নয়, এদিন এক অনন্য রেকর্ড নিজের করে নিলেন তানজিদ তামিম। ইনিংসের নবম ওভারে পারভেজ হোসেনের ছোঁয়া রেকর্ডকে ১২তম ওভারে ভেঙে ফেলেন তিনি। ম্যাক্স ও’ডাউডকে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে তামিমের ঝুলিতে জমা হয় ২০২৫ সালের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বাধিক ছক্কার রেকর্ড। তার ছক্কার সংখ্যা এখন ২৩টি, যা পারভেজ হোসেন ইমনেরর ২২ ছক্কাকে ছাড়িয়ে গেছে।
এর আগে দিনের ইনিংসের প্রথম ভাগেই ইতিহাস গড়েছিলেন পারভেজ হোসেন ইমন। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ছক্কা মেরে তিনি পল ভ্যান মিকেরেনের বিপক্ষে ২২ ছক্কার মালিক হয়ে যান। এর মাধ্যমে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড স্পর্শ করেছিলেন পারভেজ। এর আগে ২১ ছক্কা নিয়ে যৌথভাবে রেকর্ডের মালিক ছিলেন তাওহিদ হৃদয় ও জাকের আলী (২০২৪ সালে) এবং তামিম হাসান নিজেও।
আরও পড়ুন: