এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৬

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৮

শেয়ার

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা
অপরাজিত ফিফটিতে দলকে জয়ের বন্দরে ভেড়ান তামিম। ছবি: সংগৃহীত।

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১০৪ রানের লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিমের ঝলমলে অর্ধশতক আর লিটন দাসের অপরাজিত ১৮ রানে ভর করে ৯ উইকেট ও ৪১ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা।

 

লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন ওপেনাররা। দলীয় ৪০ রানে পারভেজ হোসেন ইমন আউট হয়ে গেলেও (২৩ বলে ২১), অন্যপ্রান্তে দৃঢ় থাকেন তানজিদ হাসান। ৪০ বলে ৪ চার ও ২ ছক্কায় সাজানো তার ৫৪ রানের ইনিংসে জয় সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য। তাকে দারুণ সঙ্গ দেন লিটন দাস। তিনি ১৮ বলে ১৮ রান করে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

 

১৪তম ওভারের প্রথম বলে তামিম ডাউন দ্য উইকেটে এসে বাউন্ডারি হাঁকিয়ে ১০৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে। ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে তামিম-লিটন। 

 

ডাচ বোলারদের মধ্যে একমাত্র সফল ছিলেন কাইল ক্লেইন। তিনি ২.১ ওভারে ২০ রান খরচায় তুলে নেন পারভেজ ইমনের উইকেটটি।

 

দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার উঠেছে নাসুম আহমেদের হাতে। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে এখন টাইগাররা চাইবে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে।