সিরিজ জয়ের মিশনে টাইগারদের লক্ষ্য ১০৪ রান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৪৭

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৪৯

শেয়ার

সিরিজ জয়ের মিশনে টাইগারদের লক্ষ্য ১০৪ রান
নাসুম-তাসকিনদের সামনে অসহায় ছিল ডাচ ব্যাটাররা। ছবি: সংগৃহীত।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টাইগার বোলিং ইউনিটের সামনে মুখ থুবড়ে পড়েছে ডাচ ব্যাটাররা। সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১০৩ রান তুলতে পেরেছে নেদারল্যান্ডস । একাদশে নাসুম আহমেদ-ও তানজিম হাসান সাকিবকে নিয়ে আজ (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ডাচদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। সিরিজ নিশ্চিত করতে তামিম-লিটন-জাকেরদের করতে মাত্র ১০৪ রান।

 

রিশাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েই ইনিংসের তৃতীয় ওভারে নাসুম নিজের দ্বিতীয় বলেই ডাচ শিবিরে আঘাত হানেন। ম্যাক্স ও’ডাউড মাত্র ৮ রান করেই লাফিয়ে ওঠা বল আকাশে তুলে তাওহীদ হৃদয়ের হাতে তালুবন্দি হন। পরের বলেই তেজা নিদামানুরুকে গোল্ডেন ডাক উপহার দেন নাসুম। স্কয়ার কাট করতে গিয়ে পারভেজ ইমনের হাতে ধরা পড়েন নিদামানুরু। নাসুমের জোড়া আঘাতে মাত্র ১৪ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে নেদারল্যান্ডস। 

 

বিক্রমজিতের ব্যাটে ডাচদের প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা থামিয়ে দেন তাসকিন আহমেদ। বলের গতি হঠাৎই কমিয়ে দিলে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে ঘায়েল হন বিক্রমজিৎ। ১৭ বলে ৪ বাউন্ডারিতে ২৪ রান করেছিলেন এই ওপেনার। এরপর আর ডাচদের ব্যাটিং অর্ডারের কেউই আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। 

 

পাওয়ারপ্লের ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪০ রান তোলা ডাচবাহিনী এরপর উপমহাদেশের উষ্ণ কন্ডিশনে কাহিল হয়ে পড়ে টাইগার বোলারদের সামনে। অধিনায়ক স্কট এডওয়ার্ডস মিড অনের ওপর ক্যাচ তুলে দিলে খানিকটা পেছনে দৌড়ে দারুণ এক ক্যাচ ধরেছেন পারভেজ হাসান ইমন।  

 

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ডাচবাহিনী একপর্যায়ে ৮১ রানে নবম উইকেট হারিয়ে ১০০ রানের আগেই গুটিয়ে যাচ্ছিল প্রায়। দলের এ পর্যায়ে ৯ নম্বরে নেমে বোলার আরিয়ান দত্ত নিজের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে নেদারল্যান্ডসের সংগ্রহ ১০০ পার করান। শেষ পর্যন্ত তাকে বোল্ড করে থামান শেখ মাহেদী হাসান। ২৪ বলে ৩ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত। 

 

টাইগার বোলারদের মধ্যে ১৪ ডট বল দিয়ে ২১ রানে সর্বোচ্চ ৩ টি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তাসকিন এবং মুস্তাফিজুর দুজনই জোড়া উইকেট ঝুলিতে পুরেছেন। একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব এবং শেখ মাহেদী হাসান। ফিল্ডিংয়ে দুটি রান আউট মিস করলেও সাইফের সরাসরি থ্রোতে নোয়াহ ক্রোয়েসের রান আউট টাইগারদের মাঠে আগ্রাসী মনোভাবের একটি ছোট্ট ঝলক। 

 

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করতে টাইগারদের করতে হবে এখন মাত্র ১০৪ রান।