শিরোনাম

টস জিতে আজকেও ফিল্ডিং নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। ছবি: সংগৃহীত।
বাংলাদেশ–নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় লড়াই মাঠে গড়াচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সিরিজ জয়। অন্যদিকে ডাচদের জন্য এটি বাঁচা-মরার লড়াই, জিততেই হবে, না হলে হাতছাড়া হবে সিরিজ।
এই ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে দুই দলই। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের পরিবর্তে মাঠে নামছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। নেদারল্যান্ডসও করেছে একটি পরিবর্তন, টিম প্রিঙ্গলের জায়গায় সুযোগ পেয়েছেন সিকান্দার জুলফিকার।
সব মিলিয়ে সিলেটের গ্যালারি আর টিভি পর্দায় জমে উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি উত্তেজনা। একদিকে বাংলাদেশের হাতে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ, অন্যদিকে নেদারল্যান্ডসের সামনে টিকে থাকার কঠিন পরীক্ষা।
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস : ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দাত, পল ভ্যান মিকেরেন, ড্যানিয়েল ডোরাম।
আরও পড়ুন: