শিরোনাম

সিলেটে বিসিবির সভা শেষে নির্বাচনের তারিখের ঘোষণা দেওয়া হয়। ছবি: সংগৃহীত।
জাতীয় নির্বাচনের গরমাগরম খবরের ভিড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন যেন কিছুটা আড়ালেই চলে গিয়েছিল। তবে কদিন আগে খবর ছড়ায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্থায়ী করে দিয়ে নির্বাচনের পরিবর্তে করা হতে পারে একটি ‘অ্যাডহক কমিটি’।
এই আলোচনায় সরব হয়ে ওঠে ঢাকার ক্লাবগুলো। ২৪ আগস্ট মিরপুরে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায় ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’।
ঠিক এমন সময় নির্বাচনী অঙ্গনে চমক দেখান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাঁর প্রবেশে নির্বাচনের মাঠে উত্তাপ ছড়িয়ে পড়ে আরও বেশি।
এ প্রেক্ষাপটেই আজ সোমবার সিলেটের এক পাঁচ তারকা হোটেলে বসে বিসিবির বোর্ড সভা। দুপুর ২টা থেকে শুরু হওয়া এ সভার আলোচ্যসূচির কেন্দ্রে রয়েছে আসন্ন নির্বাচন। শেষ খবর পাওয়া পর্যন্ত সভা চলমান ছিল।
বিসিবির একাধিক সূত্র নিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহেই হতে পারে নির্বাচন। সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ৪ অক্টোবর।
আরও পড়ুন: