শিরোনাম

সংবাদ সম্মেলনে সাইফকে প্রশংসায় ভাসালেন সালাহউদ্দিন। ছবি: সংগৃহীত।
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন, দীর্ঘ ধৈর্য আর মানসিক দৃঢ়তার কারণেই আবার জাতীয় দলে ফিরতে পেরেছেন সাইফ হাসান। সিলেটে আজ (৩১ আগস্ট) ঐচ্ছিক অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অনেক মানুষই চেষ্টা করে, কিন্তু ধৈর্যটা অনেকের হয়তো এক মাস থাকে, দুই মাস থাকে, এক বছর থাকে। কিন্তু সাইফের ধৈর্য চার বছর ধরে দেখলাম। এটা বড় ধরনের ব্যাপার। আপনি কত দিন ধরে ধৈর্য ধরে রাখছেন, তারই ফল হয়তো সে এখন পাচ্ছে। ভবিষ্যতে আরও ভালো করবে বলে আমি বিশ্বাস করি।”
সালাহউদ্দিন আরও যোগ করেন, “যখন কেউ পিছিয়ে যায়, তখন সবাই আর ফিরতে পারে না। ওকে তো টেস্ট ক্রিকেটারের তকমা দেওয়া হয়েছিল। সেখান থেকে বেরিয়ে এসে দৃঢ়তা দেখিয়েছে, নিজেকে নতুন করে গড়েছে। উন্নতি করতে হয়েছে, চেষ্টা করেছে, এটা তার নিজের অর্জন।”
প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর সাইফ হাসানের এশিয়া কাপে ডাক পাওয়া ছিল বিস্ময়কর। নির্বাচকেরা তাঁকে নিয়েছিলেন একাধিক ভূমিকায় কার্যকর হওয়ার সামর্থ্যে আস্থা রেখে। সেই আস্থার প্রতিদান মিলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই।
বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেছেন ঝোড়ো ইনিংস, ১৯ বলে অপরাজিত ৩৬ রান। ম্যাচ শেষে সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, তার ফিরে আসার পেছনে বড় অবদান আছে কোচ সালাহউদ্দিনের সঙ্গে দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতার।
তবে সালাহউদ্দিন সাংবাদিকদের মনে করিয়ে দেন, “কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলবেন না, আবার কাউকে তাড়াতাড়ি নিচেও নামাবেন না।”
ক্যারিয়ারের শুরুতে সাইফকে ভাবা হতো টেস্টের জন্য মানানসই। কিন্তু ৬ টেস্টে কোনো ফিফটি না করেই থমকে যায় তার যাত্রা। টি-টোয়েন্টিতেও শুরুটা বাজে, প্রথম ৫ ম্যাচে তিনবার আউট হয়েছিলেন শূন্য রানে। কিন্তু এরপর ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং অর্ডার বদলান, ৩ ও ৪ নম্বরে খেলতে শুরু করেন, পাশাপাশি মনোযোগ দেন বোলিংয়েও।
২০২১ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর মাঝে কেবল এশিয়ান গেমসে সুযোগ পেয়েছিলেন তিনি। অবশেষে ২০২৩ সালের পর আবার দলে ফেরা। সালাহউদ্দিনের বিশ্বাস, সাইফ এবার ব্যাট-বল হাতে ধারাবাহিকতা ধরে রেখে আরও উন্নতি করবেন।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামীকাল (১ সেপ্টেম্বর)।
আরও পড়ুন: