শিরোনাম

আত্মবিশ্বাসে উজ্জ্বীবিত বাংলাদেশের লক্ষ্য আরো শক্তিশালী হওয়া। ছবি: সংগৃহীত।
বাংলাদেশ ক্রিকেট দল এখন এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে টাইগাররা। সেই ধারাবাহিকতায় নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
এবার লক্ষ্য সিরিজ জয় করে এশিয়া কাপে যাওয়া। তবে শুধু টুর্নামেন্টের ফল নয়, দলের মূল মনোযোগ নিজেদের মান আরও উঁচুতে তুলে ধরা। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, ধীরে ধীরে বাংলাদেশকে আরও শক্তিশালী দলে পরিণত করার চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এশিয়া কাপেও ভালো খেলার লক্ষ্য আমাদের আছে। তবে তার বাইরেও প্রতিদিন নিজেদের কিছু না কিছু উন্নতি করা গুরুত্বপূর্ণ। আমরা চাই নিজেদের মানকে আরও উন্নত করে ধীরে ধীরে ভালো টিমে পরিণত হতে।”
এবারের প্রস্তুতি ক্যাম্পও ছিল বিশেষভাবে সাজানো। দীর্ঘ সময় ধরে চলা ফিটনেস ক্যাম্পে ক্রিকেটাররা ট্র্যাক অ্যান্ড ফিল্ড অনুশীলন করেছেন, এমনকি ৪০০ মিটারের ট্র্যাকে চার চক্করের দৌড় প্রতিযোগিতাও হয়েছে। ১৫ আগস্ট পর্যন্ত চলে ফিটনেস সেশন, এরপর শুরু হয় স্কিল ট্রেনিং। ২০ আগস্ট থেকে সিলেটে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে পূর্ণাঙ্গ ক্যাম্পে যোগ দেয় দল। বিশেষভাবে জুলিয়ান উডের অধীনে চলে পাওয়ার হিটিং সেশনও।
প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সালাহউদ্দিন বলেন, “এবার আমরা তুলনামূলক দীর্ঘ সময় পেয়েছি, যা সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভব হয় না। এতে করে ব্যাটিং, ফিল্ডিং, ফিটনেস, সবকিছুর জন্য আলাদা করে কাজ করার সুযোগ মিলেছে। ভবিষ্যতেও এমন সুযোগ এলে আমরা কাজে লাগাবো।”
তিনি আরও যোগ করেন, “টিম ইমপ্রুভমেন্ট কোনোদিন থেমে থাকবে না। এটি চলমান প্রক্রিয়া। একটা সিরিজ বা এশিয়া কাপই শেষ নয়, বরং ধারাবাহিকভাবে নিজেদের আরও উন্নত করাই আমাদের মূল লক্ষ্য।”
আরও পড়ুন: