শিরোনাম

ডাচ উইকেটরক্ষক নোয়াহ ক্রোস। ছবি: সংগৃহীত।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। সিলেটে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে তারা হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। ফলে সিরিজে এখন ১-০ তে এগিয়ে টাইগাররা।
টস হেরে ব্যাট করতে নেমে ডাচরা গড়েছিল মাত্র ১৩৬ রানের টার্গেট। স্বাগতিকদের ব্যাটিং স্বর্গে সেটি যে অল্পই হবে, তা প্রমাণ করল বাংলাদেশ। লিটন দাস ও সাইফ হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৩৯ বল হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। অধিনায়ক লিটন ২৯ বলে অপরাজিত ৫৪ রান করেন, সঙ্গ দেন সাইফ, ১৯ বলে ৩৬ রান করেন তিনি।
হারের পরও ডাচ শিবিরে হতাশার ছাপ নেই। বরং ঘুরে দাঁড়ানোর মন্ত্র শোনালেন দলের অন্যতম ক্রিকেটার নোয়াহ ক্রোস। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অবশ্যই কামব্যাক করার সুযোগ আছে। আমরা বিশ্বাস করি, পরের দুই ম্যাচে ভালো খেলে সিরিজটা ২-১ ব্যবধানে জিততে পারব।”
বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে ক্রোসের প্রশংসা ছিল অকপট, “তাদের বোলাররা সত্যিই উচ্চমানের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা তাদের আলাদা মাত্রা দিয়েছে। এই হাই-কোয়ালিটি অ্যাটাকের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ আমাদের জন্য চ্যালেঞ্জ, একইসঙ্গে বড় শিক্ষা।”
এছাড়া কন্ডিশন নিয়ে তিনি জানান, “২০২২ ও ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছি, কিন্তু সেসব কন্ডিশন ভিন্ন ছিল। সিলেট আমাদের জন্য একেবারেই নতুন। অভিজ্ঞতা না থাকলেও এটাকে আমরা সুযোগ হিসেবে দেখছি। বিশ্বকাপের আগে এটি আমাদের জন্য মূল্যবান প্রস্তুতি।”
নিজেদের ব্যাটিং ব্যর্থতা নিয়েও সৎ স্বীকারোক্তি ছিল তার কণ্ঠে, “বাংলাদেশ এমন কিছু ডেলিভারি দিয়েছে, যেগুলোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তাদের বলিং পরিকল্পনা নিখুঁত ছিল। আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পরের ম্যাচে সেটাই করার চেষ্টা থাকবে।”
ক্রোস জানিয়েছেন, তিনি বিশেষভাবে মুগ্ধ মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে, “২০২৪ বিশ্বকাপে মুস্তাফিজের মুখোমুখি হয়েছিলাম। ওর বিপক্ষে খেলা দারুণ অভিজ্ঞতা।”
এছাড়া লিটনের ব্যাটিংয়েরও ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “লিটনের ইনিংস সত্যিই হাই-ক্লাস ছিল। এত অনায়াসে খেলছিল যে আমাদের কাজ আরও কঠিন হয়ে যায়।”
সিলেটের দর্শক ও পরিবেশ নিয়েও ক্রোস বলেন, “এখানকার মানুষ ভীষণ বন্ধুবৎসল, ক্রিকেটকে ভীষণ ভালোবাসে। আমরা দারুণভাবে উপভোগ করছি।”
এখন সিরিজের দ্বিতীয় ম্যাচের অপেক্ষা। আগামী ১ সেপ্টেম্বর মাঠে নামবে দুই দল। বাংলাদেশ চায় সিরিজ নিশ্চিত করতে, আর নেদারল্যান্ডস খুঁজবে ঘুরে দাঁড়ানোর পথ।
আরও পড়ুন: