শিরোনাম

এশিয়া কাপে বাংলাদেশের খেলা দেখতে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপ ২০২৫ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে আগামী ৯ সেপ্টেম্বর। এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতিমধ্যে সব ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে, যাতে সমর্থকরা আগে থেকে নিজের পছন্দমতো সিট বুক করতে পারেন।
বাংলাদেশ দল এশিয়া কাপের মিশন শুরু করবে ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। দুই দিনের বিরতির পর ১৬ সেপ্টেম্বর টাইগাররা আফগানিস্তানের সঙ্গে মুখোমুখি হবে।
হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দেখতে গেলে ন্যূনতম খরচ হবে ১১.৩৪ মার্কিন ডলার, যা প্রায় ১,৩৭৯ টাকা। দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলার খরচ প্রায় ২,৭৫৭ টাকা, আর ভিআইপি স্যুটের টিকেটের দাম দাঁড়িয়েছে ৬২,০৩৭ টাকায়। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের জন্য টিকিটের দাম অপরিবর্তিত, যেখানে নর্থস্ট্যান্ডে বসে খেলা দেখতে হবে প্রায় ২,০৬৮ টাকা, দক্ষিণ গ্র্যান্ডস্ট্যান্ডের খরচ প্রায় ৩,৪৪৭ টাকা, এবং ভিআইপি স্যুটের টিকেটের দাম চারজনের জন্য প্রায় ৬৮,৯৩০ টাকা। অনলাইনে এই টিকিট ক্রয় করা যাবে এসিসির ওয়েবসাইটের মাধ্যমে।
এই আসরে মোট ৮টি দেশ অংশ নিচ্ছে, যা আগের আসরের তুলনায় দুইটি বেশি। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে খেলছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল আয়োজন করা হবে দুবাইয়ে।
আরও পড়ুন: