বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয় মুস্তাফিজের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ১৫:১০

শেয়ার

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয় মুস্তাফিজের
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত।

বাংলাদেশি ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে বেশি জয় এখন মুস্তাফিজুর রহমানের নামের পাশে। মাত্র এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে অনেক লম্বা ক্যারিয়ারের ক্রিকেটারদেরও ছাড়িয়ে গেছেন।

 

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল, এই চারজনের মধ্যে তামিম ইকবাল সবচেয়ে কম সময় খেলেছেন টি-টোয়েন্টিতে, প্রায় ১৩ বছর। বাকি তিনজনের ক্যারিয়ার ১৬-১৭ বছরের মতো দীর্ঘ। কিন্তু জয়ের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজ।

 

নেদারল্যান্ডসের বিপক্ষে গতকালের (৩০ আগস্ট) ম্যাচে মুস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৩তম জয় তুলে নিলেন। মাত্র ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ১ উইকেট শিকার করে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন। বাংলাদেশ ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে। এই জয়ের ফলে মুস্তাফিজ সাকিবকে ছাড়িয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয় করার ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন।

 

বাংলাদেশে অন্যদের তুলনায় দেখা যাক, সাকিব ১২৯ ম্যাচে ৫২টি জয়, রিয়াদ ৪৯টি জয়, মুশফিকুর ৩৭টি এবং তামিম ২৩টি জয় পেয়েছেন। লিটন দাসও ৪৯টি জয় নিয়ে সমান অবস্থানে আছেন।

 

বিশ্ব ক্রিকেটের পটভূমিতেও মুস্তাফিজের রেকর্ড বিশেষ। ভারতের রোহিত শর্মা ১৫৯ ম্যাচে ১০৯ জয় নিয়ে শীর্ষে আছেন। পাকিস্তানের শোয়েব মালিক ৮৬টি, বিরাট কোহলি ৮২, হার্দিক পান্ডিয়া ৮১ এবং মোহাম্মদ নবি ৮০ জয় অর্জন করেছেন। এছাড়া ফর্ম্যাটের কিংবদন্তি কাইরন পোলার্ড ৭১৩ ম্যাচে ৩৮৭ জয় নিয়েছেন।

 

বাংলাদেশে এই তালিকায় শীর্ষে আছেন সাকিব, ৪৫৮ ম্যাচে ২৩৫ জয় নিয়ে। এরপর রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ১৫৮ জয় নিয়ে। কিন্তু কম সময়ের মধ্যে এত জয় এই বিশেষত্বই মুস্তাফিজকে আলাদা করেছে।

 

মুস্তাফিজের এই রেকর্ড শুধু সংখ্যা নয়; এটা বাংলাদেশের টি-টোয়েন্টি দলের আত্মবিশ্বাসও বাড়িয়েছে। দেখাচ্ছে, বয়স বা খেলার সময় নয় দৃঢ়তা, ধারাবাহিকতা আর পারফরম্যান্স দিয়ে একজন ক্রিকেটার দেশের জন্য নতুন ইতিহাস গড়ে দিতে পারে।