শিরোনাম
.jpg)
বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। ছবি: সংগৃহীত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। সভাপতি পদে কারা প্রার্থী হবেন, কার গ্রহণযোগ্যতা বেশি, সবকিছুকেই কেন্দ্র করে জল্পনা-কল্পনার শেষ নেই। এমনকি কাউন্সিলরদের তালিকাও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তবে সব নামের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে একটিই, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, বিসিবির আগামী নির্বাচনে অংশ নেবেন এই বাঁহাতি তারকা ব্যাটার। যদিও এ বিষয়ে তামিম সরাসরি কিছু বলেননি, তবে ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে তার নির্বাচনে অংশগ্রহণের কথা। এখন সবার নজর তামিম কোন প্রক্রিয়ায় নির্বাচনে নামছেন, সেদিকেই।
এদিকে আরেক গুঞ্জন ঘুরপাক খাচ্ছে নির্বাচনি মহলে। তা হলো নির্বাচন পিছিয়ে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হতে পারে। সেক্ষেত্রে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্বে রেখে দেয়ার সম্ভাবনা রয়েছে। আবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) চাইলে বুলবুলকে পরিচালক পদে থেকে সভাপতির লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগও দিতে পারে।
তবে বিসিবির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে নির্বাচন নির্ধারিত সময়েই হবে। আগামী সোমবার সিলেটে বোর্ড সভায় নির্বাচনের রূপরেখা প্রকাশিত হতে পারে।
এদিকে দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে নির্বাচনি উত্তাপ। সম্ভাব্য কাউন্সিলরদের দৌড়ঝাঁপ বেড়েছে ইতোমধ্যেই। নির্বাচনি রোডম্যাপ প্রকাশ পেলেই সভাপতির আসন থেকে শুরু করে কাউন্সিলরের পদপ্রত্যাশীরা আরও সক্রিয় হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন: