শিরোনাম

নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৫৪ রান করেন লিটন দাস। ছবি: সংগৃহীত।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন নম্বরে ব্যাট করতে আসেন লিটন কুমার দাস। নামার পরই খেলেন দারুণ এক ইনিংস। মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।
৬ চার ও ২ ছক্কায় সাজানো লিটনের এই অর্ধশতক বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে তাকে শীর্ষে তুলেছে। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম ফিফটি। সমান সংখ্যক ফিফটি আছে সাকিব আল হাসানেরও। তবে সাকিবকে এই সংখ্যায় পৌঁছাতে খেলতে হয়েছে ১২৭ ইনিংস, আর লিটন মাত্র ১০৬ ইনিংসেই ছুঁয়ে ফেলেছেন সেই মাইলফলক।
সর্বোচ্চ ইনিংসের দিক থেকেও কাছাকাছি অবস্থান দুজনের, সাকিবের সর্বোচ্চ ৮৪ রান, আর লিটনের সেরা ইনিংস ৮৩। ফিফটির তালিকায় তাদের পরে আছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ, যিনি ১৩০ ইনিংসে করেছিলেন ৮টি ফিফটি।
আরও পড়ুন: