শিরোনাম

দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্যাপ্টেন লিটন দাস। ছবি: সংগৃহীত।
নেদারল্যান্ডসের বোলারদের তুলোধুনো করে ৩৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে ভিড়েছে বাংলাদেশ। টসে হেরে তাসকিন-সাইফ-মুস্তাফিজদের বলে পরাস্ত নেদারল্যান্ডস ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সমর্থ হয়। ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় লিটন দাসের অপরাজিত ফিফটি ও সাইফ হাসানের অপরাজিত ঝড়ো ৩৬ রানের ইনিংসে চড়ে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগার বাহিনী।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নয়ানাভিরাম সৌন্দর্য্যের মাঝে ভক্তদের সুন্দর ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশ। মাত্র ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই ২ চার ও একটি ছক্কা তুলে নেন পারভেজ হাসান ইমন। তার ঝড়ো ব্যাটিং থামান ডাচ অফস্পিনার আরিয়ান দত্ত। অফস্টাম্পের বল খানিকটা বেশ খানিকটা টার্ন নিয়ে মিডলস্টাম্প ভেঙে দেয় ইমনের। তৃতীয় ওভারে দলীয় ২৬ রানে ওপেনিং জুটি ভাঙে।
ইমন প্যাভিলিয়নে ফিরলে লিটন এসে তামিমকে নিয়ে ধুম-ধাড়াক্কা ব্যাট চালিয়ে নেদারল্যান্ডসের বোলারদের নাকানিচুবানি খাওয়ান। তামিমের এদিন বাউন্ডারি বের করতে কষ্ট হলেও থেমে থাকেননি। নিয়মিত স্ট্রাইক রোটেশনে একপাশে বাউন্ডারি হাঁকিয়েছেন লিটন। পাওয়ারপ্লে’র ছয় ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তোলে বাংলাদেশ।
লিটন-তামিম দ্বিতীয় উইকেট জুটিতে ৬৬ রান যোগ করে। মোটা গ্লাসের চশমা পরা টিম প্রিঙ্গেলের ফুলটস গ্যালারিতে পাঠাতে গিয়ে টাইমিং মিস করে লং অনে ধরা পড়েন। আউট হয়ে অনেকক্ষণ অবিশ্বাস নিয়ে তাকিয়ে ছিলেন ফিল্ডারের দিকে। তামিমের ২৫ বলে ২৯ রানের ইনিংসে ছিল মাত্র ২টি চার। দশম ওভারে দলীয় ৯২ রানে টাইগারদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে।
এরপর আর বেগ পেতে হয়নি টাইগারদের। দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে বল হাতে জাত চেনানোর পর ব্যাট হাতেও উজ্জ্বল সাইফ হাসান। প্রথমে কিছুক্ষণ খাবি খেলেও এরপর মেলে ধরেন নিজেকে। বিশাল তিনটি ছয় হাঁকিয়েছেন সাইফ। ১৪ তম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে ভেড়ান সাইফ। ১৯ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন সাইফ। আর ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক তুলে নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লিটন দাস। সাকিব আল হাসানের সঙ্গে টি-টোয়েন্টিতে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ ফিফটির মালিক এখন লিটন। ২৭ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন টাইগার কাপ্তান।
বল হাতে নেদারল্যান্ডসের ব্যাটিং অর্ডারে ধ্বস নামানো তাসকিন আহমেদের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
আরও পড়ুন: