সাইফকে একাদশে রেখে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ১৭:৫১

আপডেট: ৩০ আগস্ট, ২০২৫ ২২:০৩

শেয়ার

সাইফকে একাদশে রেখে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ট্রফি হাতে দুই অধিনায়ক। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াইয়ে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। টাইগাররা ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে একাদশে নামিয়েছে।

 

দীর্ঘ সময় পর স্কোয়াডে ফিরেছেন দুই ক্রিকেটার, সাইফ হাসান ও নুরুল হাসান সোহান। তবে প্রথম ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন কেবল সাইফ, সোহান বেঞ্চে থেকে ম্যাচের অপেক্ষা করছেন। পেসারদের দায়িত্বে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগের দায়িত্বে রয়েছেন শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন। প্রথম ম্যাচে নেই শামীম হোসেন পাটোয়ারী।

 

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে এই প্রথম টি-টোয়েন্টি।

 

একনজরে দুই দলের একাদশ :

 

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

 

নেদারল্যান্ডস: ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রোস, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দাত, পল ভ্যান মিকেরেন, শারিজ আহমেদ, দানিয়েল দোরাম।