এশিয়া কাপ শেষে বিশ্বকাপ বাছাইয়ে আম্পায়ারিং করবেন মুকুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ১৩:২৭

শেয়ার

এশিয়া কাপ শেষে বিশ্বকাপ বাছাইয়ে আম্পায়ারিং করবেন মুকুল
বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। ছবি: সংগৃহীত।

আগস্টের শেষ সপ্তাহে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। নানা নাটকীয়তার পর নিশ্চিত হয়েছে, এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। খেলা শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, আর শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

 

মোট ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এবারের টুর্নামেন্টে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপপর্বে বাংলাদেশ তিনটি ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এই গ্রুপের সব ছয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে সেখানে।

 

খেলোয়াড়দের মতো আলোচনায় ছিল বাংলাদেশি আম্পায়াররাও। এসিসি এশিয়া কাপের জন্য বাংলাদেশ থেকে দুইজন আম্পায়ার চেয়েছে। সেই তালিকায় আছেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল।

 

তবে মুকুলের ব্যস্ততা এখানেই শেষ নয়। এশিয়া কাপ শেষে তাঁকে আবার ওমানের পথে উড়াল দিতে হবে। আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে সেখানে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার টুর্নামেন্ট, যেখানে দায়িত্ব পালন করবেন তিনি। শিগগিরই জানা যাবে আরও কারা থাকছেন আম্পায়ারিংয়ে।

 

এদিকে দেশের মাটিতেও দায়িত্বে আছেন মুকুল। আজ (৩০ আগস্ট) সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজেও আম্পায়ারিং করতে দেখা যাবে তাঁকে।