হার নিয়ে তাই আলাদা করে ভাবি না- সিমন্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১৯:৫৩

শেয়ার

হার নিয়ে তাই আলাদা করে ভাবি না- সিমন্স
টাইগার কোচ ফিল সিমন্স। ছবি: সংগৃহীত।

তোয়ালে দিয়ে ঘাম মুছতে মুছতে আর হাতে পানির বোতল নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ফিল সিমন্স। প্রায় তিন ঘণ্টার অনুশীলনে ক্লান্ত হলেও মুখে ছিল স্বাভাবিক হাসি। সাংবাদিকদের সঙ্গে দশ মিনিটের সেই আড্ডায় স্পষ্ট করেই জানিয়ে দিলেন, হার কিংবা সমালোচনা নয়, তাঁর কাছে গুরুত্বপূর্ণ কেবল নিজেদের খেলা।

 

বাংলাদেশ মাসখানেক বিরতির পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসকে সামনে পেয়েই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে টাইগাররা। এশিয়া কাপের আগে যদি ডাচদের বিপক্ষে হোঁচট খায় সাকিব-তামিমরা, উঠতে পারে সমালোচনার ঝড়। এ নিয়েই যখন প্রশ্ন ছোড়া হলো, সিমন্সের উত্তর একেবারেই সোজাসাপ্টা।

 

তিনি বললেন, “আমরা যদি অস্ট্রেলিয়ার কাছেও হারি, তখনও সমালোচনা হবে। তাই র‍্যাঙ্কিংয়ে নিচে থাকা দলের কাছে হার কোনো ভিন্ন কিছু নয়। যদি খারাপ খেলি, সমালোচনা আমরা প্রাপ্য। আর ভালো খেলেও যদি ওরা আমাদের হারায়, সেটা তাদের যোগ্যতার ফল। কিন্তু হার নিয়ে আলাদা করে ভাবি না। আমাদের মনোযোগ কেবল নিজেদের খেলা কতটা উন্নত করা যায়, সেটাতেই।”

 

বাংলাদেশের বিপক্ষে এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস। এর আগে পাঁচটি টি-টোয়েন্টির মধ্যে কেবল একবারই হেরেছে বাংলাদেশ। কাগজে-কলমে পিছিয়ে থাকলেও ডাচদের খাটো করার পক্ষপাতী নন সিমন্স।

 

তার ভাষায়, “আমরা তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছি। আন্তর্জাতিক মানেই আন্তর্জাতিক প্রতিপক্ষ। নেদারল্যান্ডস শেষ দুই বিশ্বকাপে খেলেছে, ভালোও করেছে। বিশ্ব ক্রিকেটে কাউকে হালকাভাবে দেখার সুযোগ নেই। যে কারও জেতার সম্ভাবনা আছে।”

 

তাই সামনে এশিয়া কাপ থাকলেও এখনই সে দিকে তাকাচ্ছেন না বাংলাদেশের কোচ। “এশিয়া কাপ পরে হবে। আপাতত আন্তর্জাতিক এক প্রতিপক্ষের বিপক্ষে সিরিজে নামছি আমরা। আমাদের সব মনোযোগ এখানেই।”

 

সিলেটে আগামীকাল (৩০ আগস্ট) শুরু হবে বাংলাদেশ–নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।