শিরোনাম

টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ছবি: সংগৃহীত।
আগামী সেপ্টেম্বর মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ, তার আগে ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপের আগে এই সিরিজকে নিজেদের প্রস্তুতির মঞ্চ হিসেবে নিচ্ছে টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের ফলাফল অনেকটা পরীক্ষা-নিরিক্ষার, তবে তুলনামূলক খর্বশক্তি দলের কাছে হেরে গেলে সমালোচনার মুখে পড়তে হতে পারে। তাই সতর্ক বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
তিনি বলেন, "ইন্টারন্যাশনাল ক্রিকেটে এমন কোনো দল নেই যে ছোট দল। তো আমরা সবসময় খেলি জেতার জন্য এবং আগের মতো ভবিষ্যতেও যতগুলো ম্যাচ খেলব সব জেতার জন্যই যাব।"
লিটন আরও যোগ করেন, "বাংলাদেশ এর আগেও অনেক দলের কাছে হেরেছে, নতুন কিছু না। যদি হেরে যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা দল জিতবে, একটা দল হারবে। আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারতেছি, এটিই মূল বিষয়।"
এই সিরিজের মাধ্যমে এশিয়া কাপের প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে, তা যাচাই করার সুযোগ থাকবে। লিটন ব্যাখ্যা করেন, "আপনি এশিয়া কাপ খেলবেন, ভিন্ন দল থাকবে। সেই দল আমরা এখানে আনতে পারব না। তবে প্রায় একই কন্ডিশন থাকবে আমার মনে হয়। আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং-ফ্রেন্ডলি উইকেট হয়। সিলেটও অনেকটাই ব্যাটিং-ফ্রেন্ডলি উইকেট।"
তিনি আরও বলেন, "মিল যদি আমি দেখতে চাই, ওইদিক দিয়ে থাকবে। আর যে কথাটা আপনি বললেন ২০০-২৫০ রান করাটা, এটা একটি অভ্যাসের বিষয়ও। আমরা যদি করতে পারি খুবই ভালো। না করতে পারলেও আমরা চেষ্টা করব ওই ধারাবাহিকতা ধরে রাখতে, যাতে সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছানো যায়।"
আরও পড়ুন: