কোয়াব নির্বাচনে ভোট দিতে পারবেন না সাকিব-মাশরাফি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৯:২০

শেয়ার

কোয়াব নির্বাচনে ভোট দিতে পারবেন না সাকিব-মাশরাফি
সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা, সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেটে যারা ইতিহাস লিখেছেন, মাঠের ভেতরে-বাইরে ছিলেন ক্রিকেটারদের কণ্ঠস্বরের প্রতীক। অথচ আসন্ন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নির্বাচনে তাদের ভোটাধিকারই থাকবে না। এমন খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।

 

কোয়াব, ক্রিকেটারদের স্বার্থরক্ষার সংগঠন, অনেকদিন ধরেই কার্যত অচল হয়ে পড়েছিল। স্থবিরতা কাটিয়ে নতুন করে সংগঠনকে সাজাতে গঠন করা হয় অ্যাডহক কমিটি। সেই কমিটির অধীনে আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও আটজন কার্যনির্বাহী সদস্য নিয়ে গঠিত হবে নতুন নেতৃত্ব।

 

কিন্তু এখানেই বড় ধাক্কা, সাকিব ও মাশরাফির মতো প্রভাবশালী ক্রিকেটারদের ভোটাধিকার থাকছে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, “নতুন কমিটির জন্য যে মেম্বারশিপ নবায়ন দরকার ছিল, সেটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা করেননি। ফলে নিয়ম অনুযায়ী এবার তাদের ভোট দেওয়ার সুযোগ নেই।”

 

অ্যাডহক কমিটির এক সদস্য অবশ্য আশাবাদী ছিলেন জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে। তার ভাষায়, “আমরা ক্রিকেটারদের সময়সূচি মাথায় রেখেই ভোটের দিনক্ষণ ঠিক করেছি। তারা সকালে সিলেট থেকে ঢাকায় ফিরবেন, দুপুরের মধ্যে পৌঁছে বিকেলে ভোটে অংশ নিতে পারবেন।” কিন্তু বাস্তবতা হলো, মেম্বারশিপ নবায়নের ঝামেলায় জাতীয় দলের সবচেয়ে বড় নামগুলোই এবার ভোটের বাইরে।

 

তবে প্রযুক্তির সুবিধা ব্যবহার করে অনলাইনে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিদেশে থাকা ক্রিকেটার বা কোচিং স্টাফরা, এমনকি রাজশাহীতে অবস্থান করা এইচপি দলের সদস্যরাও অনলাইনে ভোট দিতে পারবেন।